মাদাগাস্কারের ‘অগ্রাধিকার সহযোগী’ চীন: প্রেসিডেন্ট রাজোয়িলিনা
2024-03-21 14:18:41

মার্চ ২১: মাদাগাস্কারের প্রেসিডেন্ট আন্ড্রি রাজেয়িলিনা বলেছেন, মাদাগাস্কারের অগ্রাধিকার সহযোগী চীন।

গতকাল (বুধবার) রাজধানী আন্তানানারিভোতে মাদাগাস্কারে নিযুক্ত চীনের নতুন রাষ্ট্রদূত চি পিংয়ের কাছ থেকে পরিচয়পত্র গ্রহণ করার সময় একথা বলেন তিনি।

প্রেসিডেন্ট বলেন, চীনের সাথে সম্পর্ককে মাদাগাস্কার খুব গুরুত্ব দেয় এবং দেশটির উন্নয়নে চীনের অবদানের জন্য বেইজিংকে ধন্যবাদ জানায়।

চি পিং বলেন, দুদেশের নেতাদের যত্ন ও কৌশলগত দিকনির্দশনায়, দ্বিপাক্ষিক সম্পর্ক স্থিরভাবে এগিয়ে যাচ্ছে, কার্যকর সহযোগিতায় উন্নতি অব্যাহত রয়েছে এবং এগুলো থেকে ক্রমবর্ধমান ফলাফল আসছে।

চীন মাদাগাস্কারের উন্নয়নের পথে সহযোগী হতে, পরস্পরের জন্য উপকারী সহযোগিতা আরও গভীর করতে এবং দুদেশের জনগণের জন্য একটি উন্নত ভবিষ্যৎ গড়ে তুলেতে ইচ্ছুক বলেও জানান তিনি।

মাদাগাস্কারের নতুন রাষ্ট্রদূত হিসাবে দায়িত্ব গ্রহণে ১২ মার্চ দেশটিতে পৌঁছান চি পিং।

(অনুপমা/রহমান)