দ্রুত এগোচ্ছে চীনের ডাক বিভাগ, বেড়েছে পার্সেল আদান-প্রদান
2024-03-21 19:09:04

মার্চ ২১, সিএমজি বাংলা ডেস্ক: চলতি বছরের প্রথম দুই মাসে মোট ২ হাজার ৬২৬ কোটি পার্সেল পাঠিয়েছে চীনের ডাক বিভাগ। যা এর আগের বছরের তুলনায় ২৫ শতাংশেরও বেশি। বুধবার চীনের সরকারি ডাক ব্যুরো জানিয়েছে এ তথ্য।

বিশেষ করে চীনা এক্সপ্রেস ডেলিভারি কম্পানিগুলো বসন্ত উৎসবের ছুটিতে পর্যটন-সম্পর্কিত ডাক পরিষেবা দিতে সক্রিয় ভূমিকা পালন করেছে। এ সময় পার্সেল প্রক্রিয়াকরণে বেড়েছে প্রযুক্তির ব্যবহারও।

ব্যুরোর তথ্যানুসারে, ২০২৪ সালের জানুয়ারি-ফেব্রুয়ারিতে এক্সপ্রেস ডেলিভারি ডেভেলপমেন্ট সূচক ছিল ৩২৯ দশমিক ৬। যা গত বছরের একই সময়ের চেয়ে ২৬ দশমিক ৭ শতাংশ বেশি।

চীনের শীর্ষ লজিস্টিক প্রতিষ্ঠানগুলোর পরিচালিত সরবরাহ সেবার তথ্যের ওপর ভিত্তি করে এ সূচক তৈরি করা হয়। যা মূলত চীনের কুরিয়ার খাতের সামগ্রিক ব্যবসায়িক কার্যক্রমের ক্রমবর্ধমান উন্নয়নকে ফুটিয়ে তোলে।

ফয়সল/শান্তা