অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে চীনা পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ
2024-03-21 19:16:08

মার্চ ২১, সিএমজি বাংলা ডেস্ক: অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্টনি আলবেনিজ বুধবার বলেছেন, পার্থক্য এবং মতবিরোধ  দিয়ে অস্ট্রেলিয়া-চীন সম্পর্ককে সংজ্ঞায়িত করা উচিত নয় এবং উভয় দেশের যতদূর সম্ভব সাধারণ স্বার্থ খোঁজা উচিত।

ক্যানবেরায় সফররত চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ইর সঙ্গে সাক্ষাৎকালে আলবেনিজ এ কথা বলেন।

চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির রাজনৈতিক ব্যুরোর সদস্য ওয়াং ই ১৭ থেকে ২১ মার্চ পর্যন্ত অস্ট্রেলিয়া সফর করেন। 

আলবেনিজ বলেন, অস্ট্রেলিয়ান পক্ষ এটি দেখে খুশি যে গত দুই বছরে, অস্ট্রেলিয়া-চীন সম্পর্ক সঠিক পথে ফিরে এসেছে এবং অস্ট্রেলিয়া চীনের সাথে ঘনিষ্ঠ উচ্চ-পর্যায়ের বিনিময় বজায় রাখতে এবং বিভিন্ন ক্ষেত্রে পারস্পরিক উপকারী সহযোগিতা গভীর করতে ইচ্ছুক। 

আলবেনিজ জোর দিয়ে বলেন, অস্ট্রেলিয়া সবসময় এক-চীন নীতি মেনে চলে এবং এই সমর্থন অব্যাহত রাখবে।

ওয়াং ই বলেন, চীন-অস্ট্রেলিয়া সম্পর্কের ভিতরের প্রতিবন্ধকতাগুলো একে একে অতিক্রম করা সম্ভব হয়েছে এবং ব্যতিক্রমী সমস্যাগুলো যথাযথভাবে সমাধান করা হচ্ছে। বর্তমানে অস্ট্রেলিয়ান লেবার পার্টির সরকার ক্ষমতায় আসার পর থেকে চীন-অস্ট্রেলিয়া সম্পর্ক দ্বিতীয় গুরুত্বপূর্ণ পরিবর্তন বাস্তবায়ন করেছে। 

ওয়াং বলেন, চীন অস্ট্রেলিয়ার সঙ্গে উচ্চ পর্যায়ের আদান-প্রদান এগিয়ে নেয়া, দুই দেশের মধ্যে সংলাপ প্রক্রিয়া পুনরায় শুরু করা এবং বিভিন্ন ক্ষেত্রে পারস্পরিক উপকারী সহযোগিতাকে আরও গভীর করতে ইচ্ছুক।

শান্তা / রহমান