চীনে বিদ্যুতের ব্যবহার বেড়েছে
2024-03-21 19:06:34

মার্চ ২১, সিএমজি বাংলা ডেস্ক: চীনের চলতি বছরের প্রথম দুই মাসে বিদ্যুতের ব্যবহার বেশ জোরালোভাবে বেড়েছে। বুধবার প্রকাশিত চীনের জাতীয় জ্বালানি প্রশাসনের তথ্যানুসারে জানুয়ারি-ফেব্রুয়ারিতে চীনে বিদ্যুতের ব্যবহার এর আগের বছরের একই সময়ের তুলনায় ১১ শতাংশ বেড়ে ১ দশমিক ৫৩ ট্রিলিয়ন কিলোওয়াট-ঘণ্টা হয়েছে।

বিশেষত, প্রাথমিক ও মধ্যম পর্যায়ের শিল্প কারখানায় বিদ্যুতের ব্যবহার বেড়েছে ১১ ও ৯ দশমিক ৭ শতাংশ। অন্যান্য খাতে এই বৃদ্ধির পরিমাণ ছিল সাড়ে ১৫ শতাংশের বেশি।

সরকারি প্রতিবেদনে আরও বলা হয়েছে, এ বছরের জানুয়ারি-ফেব্রুয়ারিতে আগের বছরের একই সময়ের তুলনায় আবাসিক খাতে বিদ্যুতের ব্যবহার বেড়েছে সাড়ে ১০ শতাংশ।

ফয়সল/শান্তা

তথ্য ও ছবি: সিসিটিভি