শেষ হলো তৃতীয় আন্তর্জাতিক গণতন্ত্র ফোরাম
2024-03-21 19:07:22

মার্চ ২১, সিএমজি বাংলা ডেস্ক: ‘গণতন্ত্র: মানবজাতির অভিন্ন মূল্যবোধ’ শীর্ষক তৃতীয় আন্তর্জাতিক ফোরাম বুধবার বেইজিংয়ে শেষ হয়েছে।


চীনের গণতান্ত্রিক অনুশীলন এবং আধুনিকীকরণের উন্নয়ন ২০২৩ এর উপর একটি বৈশ্বিক সমীক্ষা প্রতিবেদন প্রকাশের মাধ্যমে ফোরামটি শেষ হয়।


এবারের ফোরামে ৭০ টি দেশ ও অঞ্চলের প্রায় ৩০০ কর্মকর্তা এবং বিশেষজ্ঞরা আধুনিক ও ডিজিটাল যুগে গণতন্ত্রকে কীভাবে বাস্তবায়ন করতে হয় তা নিয়ে আলোচনা করেন। 


ফোরামের আয়োজকরা জানান, চীনা বৈশিষ্ট্য সম্পন্ন গণতন্ত্র দেশটির জনগণের জরুরী এবং চ্যালেঞ্জিং সমস্যাগুলো সমাধান করে। 


কর্মকর্তারা এবং বিশেষজ্ঞরা আশা প্রকাশ করেন যে, ফোরামটি আরও বেশি মানুষের কণ্ঠস্বর শোনার প্ল্যাটফর্ম হিসাবে কাজ করবে, যাতে তারা তাদের উন্নয়নের সঙ্গে মানানসই গণতন্ত্র অনুসরণ করতে পারে।


কয়েকটি সাবফোরামের আলোচনায় উঠে আসে গণতন্ত্রের চারটি ক্ষেত্র। এই চার ক্ষেত্র হলো আধুনিক শাসন, ডিজিটাল যুগে আইনি শাসন, একটি এ আই উদ্ভাবিত ভবিষ্যত এবং একটি বহুমুখী পৃথিবীতে বৈশ্বিক শাসন।

মিম/শান্তা