‘হুয়াং ইয়ান’ দ্বীপ ইসুত্যে ফিলিপাইন সরকারের উস্কানি আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা নষ্ট করবে: সিএমজি সম্পাদকীয়
2024-03-21 20:00:10

মার্চ ২১: সম্প্রতি ফিলিপাইনের মার্কোস সরকার দক্ষিণ চীন সাগর ইস্যুতে অব্যাহতভাবে উস্কানিমূলক আচরণ করছে। এর মধ্যে রয়েছে চীনের ‘চুং শা দ্বীপপুঞ্জের’ ‘হুয়াং ইয়ান দ্বীপ’ নিয়ে উস্কানি। ‘হুয়াং ইয়ান দ্বীপ’সহ দক্ষিণ চীন সাগরের দ্বীপপুঞ্জে এবং কাছাকাছি সামুদ্রিক অঞ্চলে চীনের অবিসংবাদিত সার্বভৌমত্ব আছে, সংশ্লিষ্ট সামুদ্রিক অঞ্চলে ব্যবস্থাপনা অধিকারও রয়েছে চীনের। ‘হুয়াং ইয়ান দ্বীপের’ সার্বভৌমত্বের বিষয়ে মার্কোস সরকারের অবস্থান মারাত্মক উদ্বেগজনক।  ‘হুয়াং ইয়ান’ দ্বীপ এবং দক্ষিণ চীন সাগর ইস্যুতে উস্কানি চীনকে পিছন দিক থেকে আক্রমণের শামিল। দক্ষিণ চীন সাগর ইস্যুতে বাইরের বাহিনীর উপর নির্ভর করে উস্কানি দেওয়াটা কেবল আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতার ক্ষতি করবে এবং এটি কখনোই আঞ্চলিক দেশগুলোর সমর্থন পাবে না।

প্রকৃতপক্ষে চীন সংলাপের মাধ্যমে দক্ষিণ চীন সাগর ইস্যু’র মোকাবিলায় চেষ্টা করে থাকে। এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল হচ্ছে বিশ্বে অর্থনৈতিক চালিকাশক্তির দিক থেকে সবচেয়ে গতিশীল অঞ্চল। এই অঞ্চলের স্থিতিশীলতা ও সমৃদ্ধি রক্ষা করা কেবল যে আঞ্চলিক দেশগুলোর স্বার্থের সাথে সঙ্গতিপূর্ণ তা নয়; বরং বৈশ্বিক অর্থনৈতিক উন্নয়নের জন্যও তা কল্যাণকর। (ওয়াং হাইমান/হাশিম/ছাই)