‘তাইওয়ান বিষয় সমাধান করা চীনা জনগণের নিজস্ব ব্যাপার’
2024-03-21 20:53:44

মার্চ ২১: চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিন চিয়ান তাইওয়ান সম্পর্কে সিনিয়র মার্কিন সামরিক কর্মকর্তাদের মন্তব্যের প্রতিক্রিয়ায় আজ (বৃহস্পতিবার) জোর দিয়ে বলেছেন যে, কিছু মার্কিন লোক ‘চীন হুমকি তত্ত্ব’কে অতিরঞ্জিত করার চেষ্টা করছে, তাইওয়ান প্রণালীতে উত্তেজনা বাড়িয়েছে এবং সংঘর্ষের উস্কানি দিচ্ছে। চীন এর দৃঢ় বিরোধিতা করে।

   মার্কিন ইন্দো-প্যাসিফিক কমান্ডের কমান্ডার অ্যাডমিরাল অ্যাকুইলিনো সম্প্রতি বলেন যে, চীন দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে নজিরবিহীন মাত্রায় তার প্রচলিত ও পারমাণবিক সক্ষমতা তৈরি করছে। তিনি আরও বলেন, সমস্ত লক্ষণ ইঙ্গিত দেয় যে চীনের মূলভূখন্ড ২০২৭ সালের মধ্যে তাইওয়ান আক্রমণ করতে প্রস্তুত হবে।

      প্রাসঙ্গিক প্রশ্নের উত্তর দেওয়ার সময়, লিন চিয়ান বলেছেন: ‘আমি মার্কিন যুক্তরাষ্ট্রকে পরিষ্কারভাবে মনে করিয়ে দিতে চাই যে, তাইওয়ান চীনের অংশ এবং অভ্যন্তরীণ বিষয়। তাইওয়ান বিষয় সমাধান চীনা জনগণের নিজস্ব ব্যাপার। এ ক্ষেত্রে কোন বাহ্যিক হস্তক্ষেপ সহ্য করা যায় না। আমাদের নীতি খুবই স্পষ্ট, সর্বোচ্চ আন্তরিকতার সাথে শান্তিপূর্ণ পুনর্মিলনের প্রচেষ্টা চালিয়ে যাওয়া। আমাদের অবস্থানও খুবই স্পষ্ট যে, আমরা তাইওয়ানকে মাতৃভূমি থেকে বিচ্ছিন্ন হতে দেব না।’

(স্বর্ণা/হাশিম/ছাই)