চীনা জনগণের সুস্থতায় জোর দিলেন লি ছিয়াং
2024-03-21 19:15:02

 

মার্চ ২১, সিএমজি বাংলা ডেস্ক: দেশের জনগণের জীবনমান উন্নয়নে জোর দিয়েছেন চীনের প্রধানমন্ত্রী লি ছিয়াং। জীবনকে আরও উন্নত করতে  জনগণের প্রত্যাশা পূরণেও জোর দিয়েছেন তিনি।

 

চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির রাজনৈতিক ব্যুরোর স্থায়ী কমিটির সদস্য লি সোমবার থেকে বুধবার পর্যন্ত চলা ফুচিয়ান ও চিয়াংসি প্রদেশ সফরকালে এই মন্তব্য করেন।

 

ফুচিয়ানের রাজধানী ফুচৌতে একটি উদ্যান পরিদর্শনের সময় প্রধানমন্ত্রী লি ছিয়াং বলেন, মানুষের সুস্থতার জন্য সবার আগে অন্তর্ভুক্ত করা দরকার একটি সুন্দর বাস্তুতান্ত্রিক পরিবেশ। এ সময় পরিবেশের উন্নতিতে প্রচেষ্টা জোরদারের কথাও উল্লেখ করেন লি।

 

ফুচিয়ানের বয়স্ক ও শিশুদের জন্য আরও ভালো যত্ন প্রদানের ওপর গুরুত্ব দেন প্রধানমন্ত্রী। এ ছাড়া বিভিন্ন গোষ্ঠীর চাহিদা মেটাতে এবং সম্পত্তির বাজার চাঙ্গা করার মতো একটি আবাসন ব্যবস্থা গড়ে তোলার গুরুত্বও তুলে ধরেন তিনি।

 

প্রাতিষ্ঠানিক উদ্ভাবনের মাধ্যমে বৈজ্ঞানিক ও প্রযুক্তিগত উদ্ভাবন এবং ব্যবসায়িক পরিবেশ উন্নত করার প্রচেষ্টার আহ্বান জানান লি।

 

এ সময় চিয়াংসির নানছাং-এ একটি ক্যারিয়ার সেন্টারও পরিদর্শন করেন লি ছিয়াং।

 

পাশাপাশি একটি বৃত্তিমূলক কলেজ, একটি কমিউনিটি হেলথ সার্ভিস সেন্টার এবং একটি কৃষি খামারও পরিদর্শন করেন চীনের প্রধানমন্ত্রী।

 

ফয়সল/শান্তা