রিফ লাইনে ফিলিপাইনের অবৈধ অবতরণ সম্পর্কে বেইজিংয়ের বক্তব্য
2024-03-21 19:53:40

মার্চ ২১: ফিলিপাইনের ৩৪ ব্যক্তি বৃহস্পতিবার চীনের সতর্কতা অগ্রাহ্য করে আয়রন রিফ লাইনে অবৈধভাবে অবতরণ করে এবং কিছু কার্যক্রম চালিয়েছে। চীনা সমুদ্র পুলিশ আইন অনুযায়ী এর প্রমাণ সংগ্রহ এবং তা নিষ্পত্তি করে। চীনা সমুদ্র পুলিশ ব্যুরোর মুখপাত্র কান ইউ এদিন আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।

মুখপাত্র বলেন, আয়রন রিফ লাইনসহ নানশা দ্বীপপুঞ্জ এবং এর সংলগ্ন জলসীমার উপর চীনের অবিসংবাদিত সার্বভৌমত্ব রয়েছে। এর সম্পূর্ণ ঐতিহাসিক ও আইনী প্রমাণ আছে। ফিলিপাইনের পদক্ষেপ চীনের আঞ্চলিক সার্বভৌমত্ব ও ‘দক্ষিণ চীন সাগরে পক্ষগুলোর আচরণের ঘোষণা’কে লঙ্ঘন করে। এটি দক্ষিণ চীন সাগরের শান্তি ও স্থিতিশীলতা নষ্ট করে। চীন দৃঢ়ভাবে বিরোধিতা করে। চীন ফিলিপাইনকে সার্বভৌমত্ব লঙ্ঘনের অচরণ বন্ধ করার তাগিদ দেয়। চীনা সমুদ্র পুলিশ আইন অনুযায়ী চীনের জলসীমার অধিকার সুরক্ষা ও আইন প্রয়োগকারী কার্যক্রম চালিয়ে যাবে। (ছাই/হাশিম)