ইইউ ‘হরাইজন ইউরো’ পরিকল্পনার দ্বিতীয় কৌশলগত পরিকল্পনা গৃহীত
2024-03-21 20:52:06

মার্চ ২১: ইউরোপীয় কমিশন জলবায়ু পরিবর্তন, জীববৈচিত্র্য কমে যাওয়া এবং বয়স্ক মানুষের সংখ্যা বাড়ার মতো বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবেলা করার লক্ষ্যে গতকাল (বুধবার) ইউরোপীয় ইউনিয়নের প্রধান বিজ্ঞান প্রকল্প ‘রাইজন ইউরোপ’-এর দ্বিতীয় কৌশলগত পরিকল্পনা গ্রহণ করেছে।

ইউরোপীয় কমিশন সেদিন একটি বিবৃতিতে বলছে যে, দ্বিতীয় কৌশলগত পরিকল্পনা (২০২৫-২০২৭) সবুজ রূপান্তর, ডিজিটাল রূপান্তর এবং আরও স্থিতিস্থাপক, প্রতিযোগিতামূলক, অন্তর্ভুক্তিমূলক এবং গণতান্ত্রিক ইউরোপ নির্মাণের তিনটি মূল কৌশলগত দিকনির্দেশের উপর নজর দেবে।

বিবৃতিতে বলা হয়েছে যে দ্বিতীয় কৌশলগত পরিকল্পনাটি জীববৈচিত্র্য সুরক্ষায় আরও মনোযোগ দেবে এবং ২০২৫ থেকে ২০২৭ পর্যন্ত ‘রাইজন ইউরো’ প্রকল্পের মোট বাজেটের ১০% জীববৈচিত্র্য-সম্পর্কিত বিষয়ে গবেষণার জন্য ব্যবহার করার প্রস্তাব করেছে। এ ছাড়াও, পরিকল্পনাটি ইইউ এবং বেসরকারী ও সরকারী সেক্টর দ্বারা যৌথভাবে অর্থায়ন ও পরিকল্পিত নয়টি নতুন গবেষণা ক্ষেত্র চিহ্নিত করেছে। যার মধ্যে রয়েছে মস্তিষ্কের স্বাস্থ্য, উদ্ভাবনী উপকরণ, সবুজ ও ডিজিটাল রূপান্তরের জন্য প্রয়োজনীয় কাঁচামাল, সৌর ফটোভোলটাইকস, ভার্চুয়াল পৃথিবী ইত্যাদি। .

‘হরাইজন ইউরোপ’ প্রকল্পটি বৈজ্ঞানিক গবেষণা ও উদ্ভাবনকে সমর্থন করার জন্য ইইউ অর্থায়েনের একটি প্রধান প্রকল্প। যার বাজেট ২০২১ থেকে ২০২৭ পর্যন্ত ৯৫.৫ বিলিয়ন ইউরো।

(স্বর্ণা/হাশিম/ছাই)