১২তম চীন-যুক্তরাজ্য রাজনৈতিক দলগুলোর সংলাপ বেইজিংয়ে অনুষ্ঠিত
2024-03-21 14:44:44

মার্চ ২১: বারোতম চীন-যুক্তরাজ্য রাজনৈতিক দলগুলোর সংলাপ বুধবার বেইজিংয়ে অনুষ্ঠিত হয়েছে।

সংলাপে রাজনৈতিক দলগুলোর মধ্যে যোগাযোগ ও সংলাপ জোরদার করা এবং স্থিতিশীল ও পরস্পরের জন্য উপকারী চীন-যুক্তরাজ্য সম্পর্ক প্রতিষ্ঠা এগিয়ে নেওয়া প্রতিপাদ্যে আন্তরিক ও গঠনমূলক আলাপ হয়।

চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক যোগাযোগ বিভাগের মন্ত্রী লিউ চিয়ান ছাও সংলাপে অংশ নেন এবং মূল বক্তব্য রাখেন।

চীনের মন্ত্রণালয়, কমিশন ও স্থানীয় সরকারের প্রতিনিধি, প্রাক্তন ব্রিটিশ ফার্স্ট ক্যাবিনেট মন্ত্রী, ব্রিটেন-চায়না অ্যাসোসিয়েশনের সভাপতি এবং ব্রিটিশ পার্লামেন্টের কনজারভেটিভ পার্টি ও লেবার পার্টির সদস্যসহ ৩০জনের বেশি দেশি-বিদেশি প্রতিনিধি এতে অংশ নেন।

উভয় পক্ষই মনে করেন, বিশ্ব আজ ব্যাপক পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে এবং বৈশ্বিক সমস্যা ও চ্যালেঞ্জ বাড়ছে, যার জন্য সুস্থ ও স্থিতিশীল চীন-ব্রিটেন সম্পর্কের বিকাশ উভয় দেশের অভিন্ন স্বার্থ এবং গোটা বিশ্বের জন্যও উপকারী।

তারা বলেন, উভয় পক্ষের উচিত যোগাযোগ ও কথোপকথন জোরদার করা, পারস্পরিক আস্থা বৃদ্ধি করা, বাণিজ্য, জ্বালানি, পরিবেশ সুরক্ষা, স্বাস্থ্য, শিক্ষা ও অন্যান্য ক্ষেত্রে সহযোগিতা বাড়ানো, সাংস্কৃতিক ও স্থানীয় আদান-প্রদান বেগবান করা, একে অপরের পার্থক্যকে সঠিকভাবে দেখা এবং যৌথভাবে বিশ্বশান্তি রক্ষা করা। (রুবি/রহমান/মুক্তা)