সারা চীনে বসন্ত সেচ সুশৃঙ্খলভাবে শুরু
2024-03-20 19:22:16

মার্চ ২০: চীনে দেশব্যাপী বসন্ত সেচের কাজ বর্তমানে দক্ষিণ থেকে উত্তরে সুশৃঙ্খলভাবে পরিচালিত হচ্ছে। পানিসম্পদ মন্ত্রণালয়ের সর্বশেষ প্রেরণ অনুসারে, সারা দেশে ৮৫৮টি বড় ও মাঝারি আকারের সেচ এলাকায় বসন্ত সেচ শুরু হয়েছে। যেখানে সেচের জলের পরিমাণ প্রায় ৮৪৪ মিলিয়ন ঘনমিটার এবং সেচযুক্ত এলাকা প্রায় ২ মিলিয়ন হেক্টর।

পানি সম্পদ মন্ত্রণালয়ের গ্রামীণ জল সংরক্ষণ ও জলবিদ্যুৎ বিভাগের পরিচালক চেন মিং জং আজ (বুধবার) সিনহুয়া বার্তা সংস্থাকে জানিয়েছেন যে, বসন্ত সেচ সর্বদা জল সংরক্ষণ বিভাগের কাজের কেন্দ্রবিন্দু। সমস্ত স্তরের জল সংরক্ষণ বিভাগগুলো সক্রিয়ভাবে সেচ কাজের সংগঠন ও সমন্বয় করবে এবং নির্দেশনা দেবে।

প্রতিবেদন অনুসারে, এই বছরের বসন্তের সেচ কাজে ডিজিটাল সেচ মঞ্চ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। শানতোং প্রদেশের ওয়েইশান সেচ অঞ্চলে  দক্ষ ও সমন্বিত ডিজিটাল সেচ প্ল্যাটফর্মের মাধ্যমে একটি জল বন্টন মডেল ব্যবহার করে উপযুক্ত জল সরবরাহ ও বিতরণ পরিকল্পনা তৈরি করেছে। বর্তমানে, ৩৩ হেক্টরের কৃষি জমিতে সেচ দেওয়া হয়েছে, এবং প্রতি হেস্টর জমিতে গড় পানির ব্যবহার প্রায় ১৬৭ ঘনমিটার সাশ্রয় হয়েছে। যার মাধ্যমে পানির সম্পদ সংরক্ষণের ক্ষমতা উন্নত হয়েছে।

(স্বর্ণা/হাশিম/ছাই)