জেনিভায় ‘চীনের সিচাং এবং সিনচিয়াংয়ে সংখ্যালঘু জাতির অধিকার নিশ্চয়তার’ বক্তৃতা
2024-03-20 11:41:35

মার্চ ২০: জাতিসংঘের মানবাধিকার পরিষদের ৫৫তম অধিবেশন চলাকালে চীনের সিচাং ও সিনচিয়াংয়ের সংখ্যালঘু জাতির জনগণের অধিকার নিশ্চয়তার’ বক্তৃতা সোমবার জেনিভায় আয়োজন করা হয়েছে। তাতে দেশি বিদেশি বিশেষজ্ঞ ও পণ্ডিতরা চীনের সিচাং এবং সিনচিয়াংয়ে সংখ্যালঘু জাতির জনগণের অধিকার নিশ্চয়তার সাফল্য ও অভিজ্ঞতা তুলে ধরেছেন।

 

চীনের সিচাং গবেষণা কেন্দ্রের ইতিহাস গবেষণাগারের গবেষক লিয়াং জুন ইয়ান বলেন, সিচাং প্রাচীনকাল থেকে চীনের অবিচ্ছেদ্য অংশ, তথাকথিত ‘সিচাং স্বাধীনতা’ ইস্যু সাম্রাজ্যবাদের চীনে আগ্রাসনের প্রমাণ।

 

বেলজিয়ামের সুবিখ্যাত সিচাং বিষয়ক বিশেষজ্ঞ আন্দ্রে ল্যাক্রোইক্স তাঁর সিচাং ভ্রমণের অনুভূতি তুলে ধরেছেন এবং স্থানীয় উন্নয়নের সাফল্য তাঁর মনে গভীর প্রভাব ফেলেছে। পাশ্চাত্য সমাজকে সহজাত পক্ষপাত ত্যাগ করে বাস্তব মনোভাব নিয়ে সিচাংয়ে চীন সরকারের প্রশাসনিক সাফল্য বিবেচনা করা ও তত্ত্বাবধান করার আহ্বান জানিয়েছেন।

(সুবর্ণা/তৌহিদ/মুক্তা)