চীনা প্রতিষ্ঠানের উদ্যোগে তানজানিয়ায় স্টেডিয়াম নির্মাণে চুক্তি
2024-03-20 18:02:49

মার্চ ২০: তানজানিয়ার সংস্কৃতি, শিল্প ও ক্রীড়া মন্ত্রণালয়ের সঙ্গে আরুশা বহুমুখী স্টেডিয়াম নির্মাণে চুক্তি সই করেছে চায়না রেলওয়ে কনস্ট্রাকশন ইঞ্জিনিয়ারিং গ্রুপ-সিআরসিই। মঙ্গলবার দেশটির রাজধানী দার এস সালামে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান হয়।

তানজানিয়ার সংস্কৃতি, শিল্প ও ক্রীড়া মন্ত্রী দামাস ড্যানিয়েল এনডোমবারো অনুষ্ঠানে বলেন, আরুশা বহুমুখী স্টেডিয়াম প্রকল্পের গুরুত্বপূর্ণ তাত্পর্য আছে। এটি হবে একটি স্থানীয় স্থাপত্যে মাইলফলক হবে। তানজানিয়াকে অবকাঠামো নির্মাণের সহায়তার জন্য তিনি চীনা প্রতিষ্ঠানকে ধন্যবাদ জানান।

সিআরসিই’র পূর্ব আফ্রিকা কোম্পানির প্রধান প্রকৌশলী চৌ চে জুন বলেন, আরুশা বহুমুখী স্টেডিয়ামের নকশা তানজানাইট নীলকান্তমণি ও মাউন্ট কিলিমাঞ্জারো দ্বারা অনুপ্রাণিত। রঙগুলো তানজানিয়ার পতাকার রঙের সাথে মিশে যাবে এবং সামগ্রিক স্থাপত্য শৈলী হবে হালকা ও সহজ।

উল্লেখ্য স্টেডিয়ামটি উত্তর তানজানিয়ার আরুশা শহরে নির্মিত হবে। এর মোট আয়তন ১৪.৫৭ হেক্টর। স্টেডিয়ামের ধারণক্ষমতা ৩০ হাজার।

(ছাই/হাশিম)