চীনের ভাইস প্রেসিডেন্টের সঙ্গে লন্ডনের লর্ড মেয়রের সাক্ষাৎ
2024-03-20 16:46:02

মার্চ ২০: চীন সফররত লন্ডনের লর্ড মেয়র মাইকেল মাইনেল আজ (বুধবার) বেইজিংয়ে চীনের ভাইস প্রেসিডেন্ট হান চেং’র সঙ্গে সাক্ষাৎ করেছেন।

সাক্ষাত্কালে হান চেং বলেন, দু’দেশের আর্থ-বাণিজ্যিক সহযোগিতা গভীর ও বহুমুখী। লন্ডন হল আর্থিক নগরী এবং বিশ্ববিখ্যাত ব্যাংকিং কেন্দ্র। নগরটি স্থায়ীভাবে দু’দেশের আর্থিক সহযোগিতা ও যোগাযোগ উন্নীত করতে সচেষ্ট।

হান চেং আরো বলেন, বর্তমানে চীন উচ্চমানের উন্নয়নের মাধ্যমে চীনা বৈশিষ্ট্যময় আধুনিকায়ন ত্বরান্বিত করছে। চীন দৃঢ়ভাবে পুঁজিবাজারের দ্বিমুখী উদ্বোধন প্রসারিত করছে এবং বিভিন্ন দেশের আর্থিক সংস্থাগুলো ও বিনিয়োকারীদেরকে আরো বেশি বিনিয়োগ ও উন্নয়নের সুযোগ সৃষ্টি করতে ইচ্ছুক। চীন ব্রিটিশ আর্থিক সংস্থাগুলোর সঙ্গে সহযোগিতা বাড়াতে চায়, দু’দেশের সাংস্কৃতিক যোগাযোগ জোরদার এবং স্থিতিশীল ও পারস্পরিক কল্যাণের চীন-ব্রিটেন সম্পর্ক গড়ে তোলো ত্বরান্বিত করতে ইচ্ছুক বলেও জানান হান চেন।

মাইকেল চীনা অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নের সাফল্যের প্রশংসা করেন। তিনি বলেন, দু’দেশের আর্থিক ক্ষেত্রের সহযোগিতার সুযোগ বেশি। আর্থিক নগরী লন্ডন অব্যাহতভাবে চীনের উচ্চমানের বৈদেশিক উন্মুক্তকরণে অংশগ্রহণ করবে এবং দু’দেশের সবুজ ব্যাংকিং ও আর্থ-বাণিজ্যিক সহযোগিতা দ্রুত ফলপ্রসু হবে।

(ছাই/হাশিম)