যুক্তরাষ্ট্রের কয়েকটি রাজ্যে প্রেসিডেন্ট প্রাথমিক নির্বাচন অনুষ্ঠিত
2024-03-20 19:23:06

মার্চ ২০: যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা, ওহিও, ইলিনয় এবং আরও কয়েকটি রাজ্যে গতকাল (মঙ্গলবার) ২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনের জন্য প্রাথমিক পর্যায়ের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। বর্তমান প্রেসিডেন্ট ডেমোক্র্যাটিক পার্টির নেতা জো বাইডেন এবং প্রাক্তন প্রেসিডেন্ট ও রিপাবলিকান পার্টির নেতা ডোনাল্ড ট্রাম্প, তাদের নিজ নিজ দলের মধ্যে প্রাইমারিতে জয়ের ধারা অব্যাহত রেখেছেন।

মঙ্গলবার বাইডেন ‘সুইং স্টেটস’ নেভাদা এবং অ্যারিজোনায় প্রচারণামূলক অনুষ্ঠানের আয়োজন করেন এবং ট্রাম্পের অভিবাসন নীতির কঠোর সমালোচনা করেন। ফ্লোরিডায় একজন নিবন্ধিত ভোটার হিসেবে ট্রাম্প ওই দিন রাজ্যের একটি ভোটকেন্দ্রে নিজের জন্য ভোট দেন। সোশ্যাল মিডিয়ায়, ট্রাম্প, বাইডেনকে উপহাস করে একটি ভিডিও প্রকাশ করেছেন। এর আগে দুজন একে অপরকে ‘আমেরিকান গণতন্ত্রের হুমকি’ বলে অভিহিত করেছেন।

মার্কিন নির্বাচনী তথ্য ওয়েবসাইট ‘ট্রু ট্রান্সপারেন্ট পলিটিক্স’ সংকলিত পোলিং ডেটা অনুসারে, মঙ্গলবার পর্যন্ত, ট্রাম্প জাতীয় জনমত জরিপে গড়ে ১.৭ শতাংশের ব্যবধানে বাইডেনের চেয়ে এগিয়ে আছেন। একই সময়ে, ৬৪%-এরও বেশি উত্তরদাতারা বিশ্বাস করেন যে ‘ক্তরাষ্ট্র ভুল পথে যাচ্ছে’।

(স্বর্ণা/হাশিম/ছাই)