বেইজিংয়ে শুরু হলো তৃতীয় আন্তর্জাতিক গণতন্ত্র ফোরাম
2024-03-20 17:44:38

মার্চ ২০, সিএমজি বাংলা ডেস্ক: ‘গণতন্ত্র: মানবজাতির অভিন্ন মূল্যবোধ’ শীর্ষক তৃতীয় আন্তর্জাতিক ফোরাম বুধবার বেইজিংয়ে শুরু হয়েছে।

৭০ টি দেশ ও অঞ্চলের প্রায় ৩০০  কর্মকর্তা এবং বিশেষজ্ঞরা আধুনিক ও ডিজিটাল যুগে গণতন্ত্রকে কীভাবে বাস্তবায়ন করতে হয় তা নিয়ে আলোচনা করেছেন।

কয়েকটি সাবফোরামে আলোচনায় উঠে আসে গণতন্ত্রের চারটি ক্ষেত্র। এই চার ক্ষেত্র হলো আধুনিক শাসন, ডিজিটাল যুগে আইনি শাসন, একটি এ আই উদ্ভাবিত ভবিষ্যত এবং একটি বহুমুখী পৃথিবীতে বৈশ্বিক শাসন।

শান্তা/রহমান