ছুয়েছিয়াও-২ রিলে স্যাটেলাইট উৎপেক্ষণ সফল
2024-03-20 14:10:49

মার্চ ২০: চীনের জাতীয় মহাকাশ ব্যুরো জানায়, আজ (বুধবার) সকাল ৮টা ৩১ মিনিট দক্ষিণ চীনের হাইনান প্রদেশের ওয়েনছাং মহাকাশযান উৎক্ষেপণ কেন্দ্রে লং মার্চ-৮ পরিবাহক রকেট করে ছুয়েছিয়াও-২ রিলে স্যাটেলাইট সফলভাবে উৎপেক্ষণ করা হয়েছে। চাঁদ অনুসন্ধানী প্রকল্প-৪ পরবর্তী কাজের ‘মূল লিংক’ হিসেবে ছুয়েছিয়াও-২ রিলে স্যাটেলাইট পৃথিবী ও চাঁদের মধ্যে নতুন একটি সেতু স্থাপন করবে, যা ছাংএ্য-৪ এবং ছাংএ্য-৬ সহ অন্যান্য মিশনের জন্য পৃথিবী ও চাঁদের মধ্যে রিলে যোগাযোগ সেবা দেবে।

(অনুপমা/তৌহিদ)