ত্রিনিদাদ ও টোবাগো সফর করেছেন চীনের কমিউনিস্ট পার্টির প্রতিনিধি দল
2024-03-20 14:09:54

মার্চ ২০: ১৭ মার্চ থেকে ১৯ মার্চ পর্যন্ত জাতীয় মহিলা ইউনিয়নের সচিব, উপ-প্রেসিডেন্ট, সচিবালয়ের প্রথম সচিব প্রধান হুয়াং সিয়াও ওয়ে এবং চীনের কমিউনিস্ট পার্টি (সিপিসি) প্রতিনিধি দল ত্রিনিদাদ ও টোবাগো সফর করেন। তাঁরা সিনেটের প্রেসিডেন্ট নাইজেল ডি ফ্রেইটাস ও হাউস অফ রিপ্রেজেন্টেটিভের স্পিকার অ্যানেসেট জর্জের সাথে দেখা করেছেন, পিপলস ন্যাশনাল মুভমেন্ট পার্টির ভাইস চেয়ারম্যান রেজিসের সাথে আলোচনা করেছেন এবং ইউনাইটেড ন্যাশনাল কংগ্রেস পার্টির নেতা বিসেসার এবং অন্যদের সঙ্গেও দেখা করেছেন। দু’পক্ষ জাতীয় নেতাদের ঐক্যমত্য বাস্তবায়ন করা ও পার্টির সম্পর্ক গভীরতর করার বিষয়ে যোগাযোগ করেছেন এবং চীনের নারী, শিশু, ও গার্হস্থ্য ব্যবসা ইত্যাদি বিষয়ের উন্নয়ন ও অর্জন নিয়ে ‘সি চিন পিংয়ের নতুন যুগে চীনা বৈশিষ্ট্যময় সমাজতান্ত্রিক চিন্তাধারার’ প্রচার ও প্রবর্তন করেছেন।

ত্রিনিদাদ ও টোবাগোর নেতারা বলেন, চীনের সঙ্গে ‘বেল্ট অ্যান্ড রোড’ যৌথ নির্মাণ এবং নারীদের বিষয়ে সহযোগিতা জোরদার করতে আগ্রহী।

(অনুপমা/তৌহিদ)