বিদেশে উচ্চ-স্তরের উন্মুক্তকরণ এবং বিদেশি বিনিয়োগ আকর্ষণে চীনের কর্ম পরিকল্পনা ঘোষণা
2024-03-20 14:11:53

মার্চ ২০: চীনের রাষ্ট্রীয় পরিষদ গতকাল (মঙ্গলবার) "বিদেশে উচ্চ-স্তরের উন্মুক্তকরণ এবং বিদেশি বিনিয়োগ আকৃষ্ট ও ব্যবহার করার জন্য কর্ম পরিকল্পনা" প্রকাশ করেছে। এ কর্মপরিকল্পনায় বলা হয়েছে, বিদেশি বিনিয়োগ চীনের বৈশিষ্ট্যময় আধুনিকায়ন, চীনের অর্থনীতি ও বিশ্ব অর্থনীতির অভিন্ন সমৃদ্ধি লাভের গুরুত্বপূর্ণ শক্তি। চীনের প্রেসিডেন্ট সি চিন পিংয়ের নতুন যুগে চীনের বৈশিষ্ট্যময় সমাজতান্ত্রিক চেতনার ভিত্তিতে যথাসাধ্য বিদেশি বিনিয়োগ আকৃষ্ট ও ব্যবহার করতে হবে। পাশাপাশি নতুন উন্নয়নের ধারণা সঠিকভাবে এবং ব্যাপকভাবে বাস্তবায়ন করা, একটি বাজার-ভিত্তিক, আইনি ও আন্তর্জাতিক প্রথম-শ্রেণীর ব্যবসায়িক পরিবেশ তৈরি করতে হবে। যাতে বিদেশি বিনিয়োগের আস্থা সুসংহত করা যায়।

এ কর্মপরিকল্পনায় ৫টি দিকে ২৪টি পদক্ষেপ প্রস্তাব করা হয়েছে। প্রথমটি হল, বাজারে প্রবেশাধিকার বাড়ানো এবং বিদেশি বিনিয়োগ উন্মুক্তকরণের মান উন্নত করা। দ্বিতীয়টি হল, নীতিগত সুযোগ দেওয়া এবং বিদেশি বিনিয়োগের আকর্ষণ বাড়ানো। তৃতীয়টি হল, ন্যায্য প্রতিযোগিতার পরিবেশ সুসংহত করা এবং বিদেশি-বিনিয়োগকৃত উদ্যোগে ভাল পরিষেবা দেওয়া।

 

(রুবি/তৌহিদ/মুক্তা)