চীনে সামাজিক বিদ্যুৎ সরবরাহের পরিমাণ ১১ শতাংশ বেড়েছে
2024-03-20 17:38:39

মার্চ ২০: চীনের জাতীয় জ্বালানি ব্যুরোর আজ (বুধবার)  প্রকাশিত তথ্যে বলা হয়েছে, এ বছরের জানুয়ারি ও ফেব্রুয়ারিতে গোটা চীনে সামাজিক বিদ্যুত্ সরবরাহের পরিমাণ ১ হাজার ৫৩১.৬ বিলিয়ন কিলোওয়াট-ঘন্টা, যা গত বছরের একই সময়ের তুলনায় ১১ শতাংশ বেশি। এর মধ্যে বড় আকারের শিল্প থেকে বিদ্যুৎ উত্পাদনের পরিমাণ ১ হাজার ৪৮৭ বিলিয়ন কিলোওয়াট-ঘন্টা।

শিল্প খাতে দেখা যায় যে, প্রথম শিল্পের বিদ্যুত্ সরবরাহ পরিমাণ ১৯.২ বিলিয়ন কিলোওয়াট-ঘন্টা, যা গত বছরের একই সময়ের তুলনায় ১১.১ শতাংশ বেশি; দ্বিতীয় শিল্পের বিদ্যুত্ সরবরাহ পরিমাণ ৯৫২ বিলিয়ন কিলোওয়াট-ঘন্টা, যা গত বছরের একই সময়ের তুলনায় ৯.৭ শতাংশ; তৃতীয় শিল্পের বিদ্যুত্ সরবরাহ পরিমাণ ২৮৬.৯ বিলিয়ন কিলোওয়াট-ঘন্টা, যা গত বছরের একই সময়ের তুলনায় ১৫.৭ শতাংশ বেশি। শহর ও গ্রামীণ অধিবাসীদের নিত্যদিনে বিদ্যুত্ সরবরাহ পরিমাণ ২৭৩.৫ বিলিয়ন কিলোওয়াট-ঘন্টা, যা গত বছরের একই সময়ের তুলনায় ১০.৫ শতাংশ বেশি।

(ওয়াং হাইমান/হাশিম/ছাই)