শিক্ষার্থীদের দেশের সেবা করার প্রতি গুরুত্ব আরোপ করলেন প্রেসিডেন্ট সি চিনপিং
2024-03-20 17:45:28

 

মার্চ ২০, সিএমজি বাংলা ডেস্ক: চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক প্রেসিডেন্ট সি চিনপিং জোর দিয়ে বলেছেন যে স্কুল পরিচালনার উদ্দেশ্য শুধুমাত্র শিক্ষার্থীদের সাংস্কৃতিক অর্জনের স্তর বৃদ্ধি করা নয়, বরং তাদের দেশের সেবা করার জন্য গাইড করাও।

সোমবার মধ্য চীনের হুনান প্রদেশের রাজধানী শহর ছাংশায় একটি পরিদর্শন সফরকালে হুনান ফার্স্ট নরমাল ইউনিভার্সিটির একটি ক্যাম্পাস পরিদর্শন করার সময় সি এই মন্তব্য করেন।

মাও সেতুং এবং অন্যান্য পুরানো প্রজন্মের বিপ্লবীরা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়ন এবং কাজ করেছিলেন, সেইসাথে বিশ্ববিদ্যালয়ের ইতিহাস এবং শিক্ষার বৈশিষ্ট্যগুলো সম্পর্কে শিখেছিলেন সে বিষয়টি উল্লেখ করেন সি চিনপিং।  ছাত্র ও অনুষদের সদস্যদের সঙ্গেও কথা বলেছেন সি।

সি জোর দিয়ে বলেন চীন একটি শক্তিশালী দেশ হিসেবে নিজেকে গড়ে তুলতে এবং আধুনিকীকরণের অগ্রগতির মাধ্যমে জাতীয় পুনরুজ্জীবন অর্জনের চেষ্টা করছে। এক্ষেত্রে  এটি অপরিহার্য যে মেধাবী ছাত্রদের গড়ে তোলা এবং তাদের মানসম্পন্ন শিক্ষা প্রদান করা আবশ্যক বলে উল্লেখ করেন সি।

শান্তা/রহমান