চীনের প্রথম প্রান্তিকের নিরাপদ উত্পাদন পরীক্ষা
2024-03-20 17:25:57

মার্চ ২০: চীনের রাষ্ট্রীয় পরিষদের নিরাপত্তা কমিশন মার্চ মাসে, ২০২৪ সালের প্রথম প্রান্তিকে বিভিন্ন স্থানের নিরাপদ উত্পাদনের প্রকাশ্য ও গোপন তদন্ত করেছে। জরুরি ব্যবস্থাপনা বিভাগ আজ (বুধবার) বেইজিংয়ে এ তথ্য জানায়।

জানা গেছে, এবারের পরীক্ষায় প্রধানত বর্তমান নিরাপদ উত্পাদনের মতভেদ এবং নাগরিকদের উৎপাদন ও জীবনের সাথে ঘনিষ্ঠভাবে সম্পর্কিত গুরুত্বপূর্ণ এলাকা, শিল্প, প্রতিষ্ঠান ও  সংস্থাগুলোর ওপর গুরুত্ব দেয়া হয়।

এ ছাড়াও কাজ ও উত্পাদন পুনরুদ্ধারের সময় নিরাপত্তা ও স্থিতিশীলতার ওপর আরো বেশি গুরুত্ব দেয়া হবে। বিশেষজ্ঞর নির্দেশিকা পরিষেবায় বড় দুর্ঘটনার ঝুঁকি এবং অন্তরালের সমস্যাগুলোর তদন্ত ও সংশোধন করতে হবে। আরেক ধাপে বিভিন্ন এলাকা, সংস্থা ও প্রতিষ্ঠানের নিরাপত্তা উন্নয়নের ধারণা জোরদার করতে হবে। অব্যাহতভাবে নিরাপদ উত্পাদন জোরদার ও উন্নীত করতে হবে এবং গুরুতর দুর্ঘটনা প্রতিরোধ করতে হবে। (ছাই/হাশিম)