গাজার যুদ্ধবিরতি আলোচনায় চুক্তি হয়নি
2024-03-20 10:56:54

মার্চ ২০: কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাজেদ আল-আনসারি গতকাল (মঙ্গলবার) জানান, গাজার যুদ্ধবিরতি-সংক্রান্ত আলোচনায় চুক্তি হয়নি; তবে, আলোচনার প্রতি কাতার ‘আশাবাদী’।

এদিন নিয়মিত এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, ইসরায়েলি প্রতিনিধিদল নেতৃত্বে মোসাদ-এর প্রধান ডেভিড বার্নিয়া কাতার ত্যাগ করেছেন, কিন্তু প্রযুক্তিগত সমস্যা নিয়ে দোহায় আলোচনা চলছে।

 

সতর্কবাণীতে তিনি বলেন, গাজার দক্ষিণাঞ্চলীয় শহর রাফাহতে যুদ্ধ হলে মানবিক দুর্যোগ তৈরি হবে। এ ছাড়া পরিস্থিতি তীব্রতর হলে, আলোচনায় প্রভাব পড়বে।

(প্রেমা/তৌহিদ/শুয়েই)