নতুন হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের পরিবাহক ‘সলিড ফুয়েল’ জেট ইঞ্জিনের পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া
2024-03-20 19:27:02


মার্চ ২০: উত্তর কোরিয়া গতকাল মঙ্গলবার মাঝারি পাল্লার একটি নতুন হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের পরিবাহক ‘সলিড ফুয়েল’ জেট ইঞ্জিনের পরীক্ষা চালিয়েছে। দেশটির নেতা কিম জং উন সরাসরি ভূমিতে পরিচালিত এ পরীক্ষা পর্যবেক্ষণ করেন। উত্তর কোরিয়ার বার্তা সংস্থা কেসিএন আজ বুধবার এ খবর দিয়েছে।

কেসিএনএ জানায়, এবারের পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র বিষয়ক সাধারণ ব্যুরো। এই পরীক্ষায় সাফল্য অর্জিত হয়েছে। এতে উত্তর কোরিয়ার মাঝারি পাল্লা এবং দীর্ঘ পাল্লার হাইপারসোনিক ক্ষেপণাস্ত্র অস্ত্র ব্যবস্থার গবেষণাকাজ চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে।

কিম জং উন বলেন, এই অস্ত্র ব্যবস্থার গুরুত্বপূর্ণ সামরিক কৌশলগত তাত্পর্য রয়েছে, এর গুরুত্ব আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের চেয়ে আরও বেশি।

(ওয়াং হাইমান/হাশিম/ছাই)