২০২৩ সালে বেশ কয়েকবার জলবায়ু পরিবর্তন সূচকের নতুন রেকর্ড সৃষ্টি
2024-03-20 10:57:42

মার্চ ২০: বিশ্ব আবহাওয়া সংস্থার গতকাল (মঙ্গলবার) প্রকাশিত “২০২৩ সালে বিশ্ব জলবায়ু পরিস্থিতি প্রতিবেদনে” দেখা গেছে, ২০২৩ সালে বিশ্বের গ্রিনহাউস গ্যাস, ভূপৃষ্ঠের তাপমাত্রা, মহাসাগরের তাপ ও অম্লকরণ, সমুদ্রের উচ্চতা বৃদ্ধি, অ্যান্টার্কটিক সমুদ্রের বরফের পরিমাণ এবং হিমবাহ বিলুপ্তিসহ বেশ কয়েকবার জলবায়ু পরিবর্তন সূচকে নতুন রেকর্ড সৃষ্টি হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, ২০২৩ সাল ছিল ইতিহাসে সবচেয়ে গরম বছর। বিশ্বের গড় সমুদ্রপৃষ্ঠের তাপমাত্রা ২০২৩ সালের এপ্রিলের পর নতুন রেকর্ড সৃষ্টি হয়েছে। বর্তমানে অ্যান্টার্কটিক সমুদ্রের বরফের পরিমাণ ইতিহাসে সর্বনিম্ন। শীতকাল শেষ হলে আগের সর্বনিম্ন রেকর্ডের চেয়ে তা কম হয়েছে।

প্রতিবেদন অনুসারে, ২০২৩ সালে দাবদাহ, বন্যা, অনাবৃষ্টি ও দাবানল ইত্যাদি কয়েক মিলিয়ন মানুষের জীবনে প্রভাব ফেলেছে। এতে কয়েক বিলিয়ন মার্কিন ডলারের ক্ষয়ক্ষতি হয়েছে।

(প্রেমা/তৌহিদ/শুয়েই)