থিমড এন্টারটেইনমেন্টের অস্কার জিতলো দুই চীনা কম্পানি
2024-03-19 16:57:33

মার্চ ১৯, সিএমজি বাংলা ডেস্ক: যুক্তরাষ্ট্রের ‘থিমড এক্সপেরিয়েন্স ইন্ডাস্ট্রি’র অস্কার ‘থিয়া অ্যাওয়ার্ড’ জিতলো দুই চীনা কম্পানি। শনিবার সন্ধ্যায় লস এঞ্জেলস ৩০তম গালা অনুষ্ঠানে এ ঘোষণা দেওয়া হয়।

১৯৯১ সালে প্রতিষ্ঠা করা হয় থিমড এন্টারটেইনমেন্ট অ্যাসোসিয়েশন। এরপর এই অ্যাসোসিয়েশন ১৯৯৪ সালে থিয়া অ্যাওয়ার্ড প্রতিষ্ঠা করে। থিমড আকর্ষণ এবং অভিজ্ঞতার আলোকে ব্যক্তি, প্রকল্প এবং প্রযুক্তিকে সম্মাননা জানাতেই এ পুরস্কার প্রদান করা হয়।

অস্কার জয়ী চীনা কম্পানিগুলো হলো- ছিমেলং গ্রুপ এবং চায়না ডিউটি ফ্রি।

পুরষ্কার জয়ে ছিমেলং গ্রুপের থিম পার্কের প্রধান ভূমিকা রেখেছে ‘বারমুডা স্টর্ম’, অতিথিদের একটি বিশাল ডোম প্রজেকশন স্পেস, ৩০০ আসনের সিমুলেটর প্ল্যাটফর্ম, অ্যানিমেট্রনিক্স।

শুভ/শান্তা

তথ্য ও ছবি: সিসিটিভি