চীনের সংখ্যালঘু জাতিগোষ্ঠীদের অধিকার রক্ষা বিষয়ে জেনেভায় সেমিনার
2024-03-19 16:51:24

মার্চ ১৯, সিএমজি বাংলা ডেস্ক: চীনের সংখ্যালঘু জাতিগোষ্ঠীর অধিকার রক্ষা বিষয়ে একটি সেমিনার সোমবার সুইজারল্যান্ডের জেনেভায় অনুষ্ঠিত হয়।

চায়না তিব্বতবিদ্যা গবেষণা কেন্দ্রের একজন রিসার্চ ফেলো লিয়াং চুনইয়ান সিচাংয়ের(তিব্বতের) ঐতিহাসিক অবস্থা নিয়ে বক্তৃতা দেন।

লিয়াং বলেন, সিচাং প্রাচীনকাল থেকেই চীনের একটি অংশ ছিল। চীনের মহান সমাজতান্ত্রিক বিপ্লবের পর সিচাং ভূমিদাসপ্রথা থেকে মুক্তি পায়।  সমগ্র জাতির সাথে একত্রে, সিচাং সমৃদ্ধি ও উন্নয়নের বিস্তৃত পথে যাত্রা করেছে বলে তিনি যোগ করেন।

চায়না ইনস্টিটিউট অফ কনটেম্পরারি ইন্টারন্যাশনাল রিলেশনস-এর সেন্টার ফর ইকোনমিক অ্যান্ড সোশ্যাল সিকিউরিটি স্টাডিজের নির্বাহী পরিচালক চিয়া ছুনইয়াং এ জাতিগত সংখ্যালঘুদের শিক্ষার অধিকার রক্ষায় চীনের প্রচেষ্টা নিয়ে আলোচনা করেছেন।

বেলজিয়ান তিব্বতবিদ আন্দ্রে ল্যাক্রোইক্স এবং সুইস-তিব্বতি গায়ক ডেচেন শাক-দাগসে সেমিনারে অংশ নেন।

শান্তা/রহমান