তাইওয়ান ইস্যুতে পুতিনের মনোভাবের প্রশংসা করে চীন
2024-03-19 11:31:47

মার্চ ১৯: রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন প্রেসিডেন্ট নির্বাচন পরবর্তী এক প্রেস ব্রিফিংয়ে বলেন, চীনের প্রতি বন্ধুত্বহীন দেশগুলো যদি তাইওয়ান ইস্যুতে চীনকে উস্কে দেয় তাহলে তারা ব্যর্থ হবে। এরপর চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিন চিয়েন গতকাল (সোমবার) একটি প্রেস ব্রিফিংয়ে বলেন, প্রেসিডেন্ট পুতিনের বক্তব্যে উচ্চ প্রশংসা করে চীন।

তিনি বলেন, ‘বিশ্বে একটি চীন আছে। গণপ্রজাতন্ত্রী চীন সরকার চীনের প্রতিনিধিত্বকারী একমাত্র বৈধ সরকার। তাইওয়ান চীনের একটি অবিভাজ্য অংশ। এটা আন্তর্জাতিক সমাজের সাধারণ মত এবং আন্তর্জাতিক সম্পর্কের স্বীকৃত মূলনীতি।’

(অনুপমা/তৌহিদ)