সিচাংয়ে দুই মাসে ৩২ লাখ পর্যটক
2024-03-19 16:55:46

মার্চ ১৯, সিএমজি বাংলা ডেস্ক: চলতি বছরের প্রথম দুই মাসেই পর্যটকের ঢল নেমেছে দক্ষিণ-পশ্চিম চীনের সিচাং স্বায়ত্তশাসিত অঞ্চলে। এই সময়ে সেখানে গেছে ৩২ লাখেরও বেশি পর্যটক। যা কিনা তার আগের বছরের তুলনায় ১২০ শতাংশ তথা দ্বিগুণেরও বেশি। স্থানীয় সাংস্কৃতিক ও পর্যটন বিভাগ জানালো এ তথ্য।

পর্যটন বিভাগের মতে, আগের বছরের তুলনায় এই অঞ্চলের পর্যটন খাতে গত দুই মাসে প্রায় ১৬০ শতাংশ প্রবৃদ্ধি হয়েছে। এতে এই সময়ে এখানকার পর্যটন খাতে আয় বেড়েছে প্রায় ৩২৭ কোটি ইউয়ান (প্রায় ৪৬ কোটি ডলার)।

এই বছর, তিব্বতীয় নববর্ষ ও চীনের চান্দ্র নববর্ষ একই দিনে (১০ ফেব্রুয়ারি) পড়েছিল। আট দিনের বসন্ত উৎসবের ছুটিতে তাই সিচাংয়ে এসেছিলেন প্রায় ২০ লাখ ৪০ হাজার পর্যটক।

এই অঞ্চলের শীতকালীন পর্যটন বৃদ্ধির নেপথ্যে কিছু কৌশলগত সিদ্ধান্তও ছিল। যেমন বিভিন্ন হোটেলে দেওয়া হয়েছিল মূল্য ছাড় এবং অগণিত পর্যটক কেন্দ্রে ছিল বিনামূল্যে প্রবেশের সুযোগ। এ সুযোগ কার্যকর ছিল গত বছরের নভেম্বর থেকে এ বছরের মার্চের মাঝামাঝি পর্যন্ত। আর এতেই এখানকার পর্যটন পেয়েছে বুলেট ট্রেনের গতি।

ফয়সল/শান্তা

তথ্য ও ছবি: সিনহুয়া