১৭ বছরে প্রথমবারের মতো সুদের হার বাড়াল জাপান
2024-03-19 19:39:00

মার্চ ১৯: ব্যাংক অফ জাপান আজ (মঙ্গলবার) মুদ্রানীতি নিতে নিয়ে একটি সভা করেছে এবং নেতিবাচক সুদহার নীতি পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে। ১৭ বছরে এই প্রথমবারের মতো জাপানের ব্যাংক সুদের হার বাড়িয়েছে এবং প্রায় ১১ বছর ধরে চলে আসা জাপানের অতি-শিথিল মুদ্রানীতির স্বাভাবিকীকরণের সূচনাও করেছে৷

ব্যাংক অফ জাপানের ওয়েবসাইটে প্রকাশিত নথি অনুসারে, ব্যাংকটি নীতিগত সুদের হার মাইনাস ০.১% থেকে শূন্য বা ০.১% পর্যন্ত বৃদ্ধি করার সিদ্ধান্ত নিয়েছে। একই সময়ে, এটি এক্সচেঞ্জ-ট্রেডেড ওপেন-এন্ড ইনডেক্স ফান্ড এবং রিয়েল এস্টেট ইনভেস্টমেন্ট ট্রাস্ট ফান্ড কেনা বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে।

নথিতে বলা হয়েছে, ব্যাংক অফ জাপান বিশ্বাস করে যে মজুরি বৃদ্ধির সাথে ক্রমবর্ধমান মূল্যের একটি পুণ্যচক্র আবির্ভূত হয়েছে এবং স্থিতিশীল ও টেকসইভাবে ১% মুদ্রাস্ফীতির লক্ষ্যমাত্রা অর্জনের প্রত্যাশা করে।

(স্বর্ণা/হাশিম/ছাই)