চুং কুয়াং ছুন ফোরাম ২৫ এপ্রিল শুরু
2024-03-19 18:14:26


মার্চ ১৯: ২০২৪ সালের চুং কুয়াং ছুন ফোরাম আগামী ২৫ থেকে ২৯ এপ্রিল অনুষ্ঠিত হবে। চীনের রাষ্ট্রীয় পরিষদে আজ (মঙ্গলবার) এ সিদ্ধান্ত নেওয়া হয়। এ ফোরামের প্রতিপাদ্য হলো ‘সৃজনশীলতা: আরও সুন্দর বিশ্ব গঠন করা’। এতে আন্তর্জাতিকীকরণের প্রতিফলন হয়েছে।

বেইজিংয়ের পৌর সরকার, সরকারের সদস্য ইয়ু ইং চিয়ে জানিয়েছে, ফোরাম অব্যাহতভাবে বিজ্ঞান-প্রযুক্তি মন্ত্রণালয়, জাতীয় উন্নয়ন ও সংস্কার কমিশন, শিল্প ও তথ্যায়ন মন্ত্রণালয়, জাতীয় সম্পদ কমিশনসহ নানা সংস্থার যৌথ উদ্যোগে অনুষ্ঠিত হবে।

ইউনেস্কো প্রথমবারের মতো ফোরামে সমর্থক সংস্থা হিসেবে কাজ করছে। এবারের ফোরামে আন্তর্জাতিক বিজ্ঞান-প্রযুক্তি উন্নয়নের প্রবণতা কেন্দ্র করে ৬০টিও বেশি পাশ্ববর্তী ফোরাম, চু কুয়াং ছুন আন্তর্জাতিক প্রযুক্তি বিনিময় সম্মেলনসহ নানা গুরুত্বপূর্ণ অনুষ্ঠান হবে।

জানা গেছে, এ উপলক্ষ্যে আগামী ১৯ মার্চ থেকে ৯ এপ্রিল পর্যন্ত মিডিয়া নিবন্ধন চালু হবে।

(রুবি/হাশিম/মুক্তা)