চীন-ব্রাজিল সহযোগিতা বৃদ্ধিতে একাধিক চুক্তি স্বাক্ষর
2024-03-19 19:15:27


 

মার্চ ১৯, সিএমজি বাংলা ডেস্ক: সহযোগিতা জোরদার করার লক্ষ্যে একাধিক চুক্তিতে সম্মত হয়েছে চীন ও ব্রাজিল। সোমবার বেইজিংয়ে অনুষ্ঠিত ‘দশম চীন-ব্রাজিল অর্থনৈতিক ও আর্থিক উপ-কমিটি’র সভায় এ চুক্তিতে পৌছায় দুই দেশ।

এতে চীনের ফিন্যান্স ভাইস মিনিস্টার লিয়াও মিন এবং ব্রাজিলের উপ-অর্থমন্ত্রী তাতিয়ানা রোসিতা সভাপতিত্ব করেন। এসময় উভয় পক্ষ সামষ্টিক অর্থনৈতিক নীতি নিয়ে আলোচনার পাশাপাশি দ্বিপক্ষীয় আর্থিক সহযোগিতা বৃদ্ধির বিষয়ে একমত হয়েছে।

সভায় ভাইস মিনিস্টার লিয়াও মিন দুই দেশের মধ্যে সমন্বয় ও সহযোগিতা জোরদারের লক্ষ্যে তিনটি পরামর্শ উপস্থাপন করেন।

এদিকে ব্রাজিলের উপ-অর্থমন্ত্রী তাতিয়ানা রোসিতা চীনা কম্পানিগুলোর সঙ্গে ডিজিটাল অর্থনীতি, সবুজ উন্নয়ন এবং টেলি যোগাযোগের মতো ক্ষেত্রগুলোতে সহযোগিতা জোরদার করার উপর জোর দিয়েছেন।

চলতি বছর চীন এবং ব্রাজিলের মধ্যে কূটনৈতিক সম্পর্ক স্থাপনের ৫০ বছর পূর্ণ হবে।

 

শুভ/শান্তা

তথ্য ও ছবি: সিসিটিভি