সমস্যা সমাধানে কিউবাকে সাহায্য করবে চীন
2024-03-19 11:32:50

মার্চ ১৯: গতকাল (সোমবার) কিউবার সান ডিয়েগোতে একটি মিছিল হয়েছে। কিছু মানুষ খাদ্য ও জ্বালানি শক্তির দাবিতে বিক্ষোভ করেছে। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিন চিয়েন গতকাল (সোমবার) এক প্রেস ব্রিফিংয়ে বলেন, নাগরিকদের জীবন-জীবিকার উন্নয়ন এবং স্থিতিশীলতা বজায় রাখতে কিউবাকে দৃঢ় সাহায্য দেবে চীন। পাশাপাশি, কিউবার অভ্যন্তরীণ বিষয়ে বহিরাগত শক্তির হস্তক্ষেপের দৃঢ় বিরোধিতা করে চীন।

কিউবার ভালো বন্ধু, কমরেড ও ভাই হিসেবে বর্তমান সমস্যা সমাধানে অব্যাহত সহায়তা দেবে চীন। দীর্ঘদিন ধরে কিউবায় ব্যাপক লকডাউন চালিয়েছে যুক্তরাষ্ট্র। ফলে কিউবার জাতীয় উন্নয়ন এবং জনজীবনে ব্যাপক সমস্যা সৃষ্টি করেছে। অবিলম্বে কিউবার বিরুদ্ধে মার্কিন অবরোধ ও নিষেধাজ্ঞা প্রত্যাহার করা এবং সব হস্তক্ষেপ বন্ধের আহ্বান জানায় চীন।

(অনুপমা/তৌহিদ)