সিউলে তথাকথিত ‘গণতন্ত্র শীর্ষ সম্মেলন’ আয়োজনে দক্ষিণ কোরিয়ার জনগণের প্রতিবাদ
2024-03-19 18:31:37


মার্চ ১৯: যুক্তরাষ্ট্রের উদ্যোগে তিনদিনব্যাপী তথাকথিত তৃতীয় ‘গণতন্ত্র শীর্ষসম্মেলন’ গতকাল (সোমবার) সিউলে শুরু হয়েছে। দেশটির নাগরিক দল এদিন সিউলের কেন্দ্রস্থলে সমাবেশ করে এ সম্মেলন আয়োজনের প্রতিবাদ জানায়।

 

স্থানীয় সংবাদমাধ্যম জানায়, এদিন ‘গণতন্ত্র শীর্ষসম্মেলন’ ভেন্যুর কাছাকাছি অঞ্চলে অনুষ্ঠিত সাংবাদিক সম্মেলনে প্রতিবাদ জানিয়েছে স্থানীয় নাগরিক দল। তাঁদের হাতে ছিল ‘যুক্তরাষ্ট্রের আধিপত্যবাদ রক্ষায় তথাকথিত গণতন্ত্র শীর্ষসম্মেলন আয়োজনের বিরোধিতা’ শীর্ষক শ্লোগান ।

সমাবেশে অংশগ্রহণকারীরা বলেন, যুক্তরাষ্ট্র ‘গণতন্ত্র শীর্ষ সম্মেলনের’ ভেন্যু দক্ষিণ কোরিয়ায় রেখেছে, এর উদ্দেশ্য খুবই স্পষ্ট; তা হলো  নিজের ক্রমশ ক্ষয়িষ্ণু আধিপত্যকে রক্ষা করা এবং দক্ষিণ কোরিয়াকে শিবির লড়াইয়ের সামনে ঠেলে দেওয়া। (ওয়াং হাইমান/হাশিম/ছাই)