মুক্ত বাণিজ্য চুক্তি বাস্তবায়নে নিউজিল্যান্ডের সঙ্গে কাজ করবে চীন’
2024-03-19 19:16:24

মার্চ ১৯, সিএমজি বাংলা ডেস্ক: মুক্ত বাণিজ্য চুক্তির (এফটিএ) উন্নত সংস্করণ সক্রিয়ভাবে বাস্তবায়নের লক্ষ্যে নিউজিল্যান্ডের সঙ্গে কাজ করতে প্রস্তুত চীন। সোমবার নিউজিল্যান্ড সফররত চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই এমন মন্তব্য করেন।

ওয়েলিংটনে নিউজিল্যান্ডের বাণিজ্য মন্ত্রী টড ম্যাকক্লের সঙ্গে সাক্ষাৎকালে ওয়াং ই বলেন, দ্বিপক্ষীয় সহযোগিতাকে নতুন উচ্চতায় নিয়ে যেতে দ্রুততম সময়ের মধ্যে পরিষেবা বাণিজ্যের নেতিবাচক তালিকা নিয়ে আলোচনা শুরু করা উচিত। উন্মুক্ততা অগ্রগতি নিয়ে আসে, অন্যদিকে নিঃসঙ্গতা অথবা নিজের মধ্যে সীমাবদ্ধ থাকলে পিছিয়ে পড়তে হয়।’

তিনি আরও বলেন, ‘বিশ্বের কাছে চীনের দরজা আরও বিস্তৃত হবে এবং নিউজিল্যান্ডের দরজা সবসময় খোলা থাকবে। উভয় পক্ষের উচিত যৌথভাবে মুক্ত বাণিজ্যের নিরাপত্তা জোরদার করা। পাশাপাশি ঝুঁকি কমানোর নামে একতরফা চিন্তাভাবনা এবং স্বার্থপর মতাদর্শের বিরোধিতা করা উচিত।’

চীনের পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ‘উন্নত দেশগুলোর সঙ্গে চীনের সম্পর্কের ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে চীন-নিউজিল্যান্ড সম্পর্ক। দ্বিপাক্ষিক এ সম্পর্ক খুবই গুরুত্বপূর্ণ ও অনন্য।’

এ সময় টড ম্যাকক্লে বলেন, ‘নিউজিল্যান্ড ও চীনের মধ্যে কূটনৈতিক সম্পর্ক স্থাপনের পর থেকে দ্বিপাক্ষিক সাহায্য সহযোগিতা ফলপ্রসূ ফলাফল অর্জন করেছে। এছাড়া দুই দেশের জনগণের জন্য গুরুত্বপূর্ণ সুযোগ তৈরি করেছে।’

অর্থনীতি, বাণিজ্য ও অন্যান্য ক্ষেত্রে সহযোগিতা আরও প্রসারিত করার পাশাপাশি কর্মী বিনিময় সহজতর করতে চীনের সঙ্গে কাজ করার আগ্রহের কথাও জানিয়ে তিনি বলেন, ‘মুক্ত বাণিজ্যের নীতিকে সমুন্নত রাখতে দুই পক্ষের একসঙ্গে কাজ করা উচিত। এছাড়া একতরফা পদক্ষেপ প্রতিরোধ করা উচিত।’

সোমবার ওয়াং ই নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী ক্রিস্টোফার লুক্সন এবং উপ-প্রধানমন্ত্রী এবং পররাষ্ট্র মন্ত্রী উইনস্টন পিটার্সের সঙ্গেও সাক্ষাৎ করেন।

পাঁচ দিনের রাষ্ট্রীয় নিউজিল্যান্ড গিয়েছে চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির রাজনৈতিক ব্যুরোর সদস্য ও পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। এরপর তিনি অস্ট্রেলিয়া সফরেও যাবেন। সাত বছরে চীনের কোনো পররাষ্ট্রমন্ত্রীর এটাই প্রথম দুই মহাসাগরীয় দেশে সফর।

শুভ/শান্তা

তথ্য ও ছবি: সিসিটিভি