চীন আন্তর্জাতিক পারমাণবিক নিরস্ত্রীকরণ এবং অপ্রসারণ প্রক্রিয়া কে দৃঢ়ভাবে প্রচার চালিয়ে যাবে: চীনা প্রতিনিধি
2024-03-19 18:16:44

মার্চ ১৯: চীন আন্তর্জাতিক পারমাণবিক নিরস্ত্রীকরণ এবং অপ্রসারণ প্রক্রিয়া কে দৃঢ়ভাবে প্রচার চালিয়ে যাবে। জাতিসংঘে চীনের স্থায়ী প্রতিনিধি চাং চুন গতকাল(সোমবার) জাতিসংঘ নিরাপত্তা পরিষদের পারমাণবিক নিরস্ত্রীকরণ ও পরমানু অবিস্তার সংক্রান্ত খোলা সভায় এ মন্তব্য করেন। সে সভায় তিনি  পারমাণবিক নিরস্ত্রীকরণ ও অপ্রসারণ বিষয়ে চীনের অবস্থান তুলে ধরেন এবং এ খাতে পরমাণু অস্ত্রের প্রথম ব্যবহার না করার নীতির প্রতি চীনের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।

 

চাং চুন উল্লেখ করেন যে, সার্বজনীন নিরাপত্তার বিশ্ব তৈরি করা আন্তর্জাতিক সম্প্রদায়ের সাধারণ আকাঙ্খা ও লক্ষ্য। সত্যিকারের বহুপাক্ষিকতা চর্চার জন্য সকল দেশের একত্রে কাজ করা উচিত, একটি সাধারণ, ব্যাপক, সহযোগিতামূলক এবং টেকসই নিরাপত্তা ধারণাকে সমুন্নত রাখা, ঠান্ডা যুদ্ধের মানসিকতা এবং শিবিরের দ্বন্দ্বকে দৃঢ়ভাবে প্রতিহত করা, পারমাণবিক অস্ত্রের অপ্রসারণ সংক্রান্ত চুক্তির কর্তৃত্ব ও কার্যকারিতা ক্রমাগত শক্তিশালী করা, এবং পারমাণবিক নিরস্ত্রীকরণ এবং পারমাণবিক অপ্রসারণ প্রক্রিয়া এগিয়ে নিতে একসাথে কাজ করতে হবে।

চাং চুন আরও বলেন, পারমাণবিক অস্ত্র রাষ্ট্রগুলোকে কৌশলগত ঝুঁকি কমানোর জন্য সম্ভাব্য পদক্ষেপগুলো অন্বেষণ করা উচিত, আলোচনা করা এবং একটি "পারস্পরিক কোন প্রথম পারমাণবিক অস্ত্র চুক্তির ব্যবহার না করা" এবং উপসংহারে আসা উচিত। (রুবি/হাশিম/মুক্তা)