বেইজিংয়ে চীন-মার্কিন শিক্ষার্থীদের আদান-প্রদান অনুষ্ঠান
2024-03-19 11:30:21

মার্চ ১৯: গতকাল(সোমবার) বেইজিংয়ে চায়না মিডিয়া গ্রুপ এবং মার্কিন-চীন শিক্ষার্থীদের বিনিময় পরিষদ যৌথভাবে ‘ঘনিষ্ঠ বন্ধুর দূর থেকে আগমন’ শীর্ষক সাংস্কৃতিক বিনিময় অনুষ্ঠান আয়োজন করেছে। চায়না মিডিয়া গ্রুপের মহাপরিচালক শেন হাই সিয়োং, ওয়াশিংটন অঙ্গরাজ্যের স্টেইলাকুম শহরের মেয়র রিচার্ড ওয়াল্টার মুরি, মার্কিন লিঙ্কন উচ্চবিদ্যালয়ের, স্ট্রেইলাকুম উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থী এবং বেইজিং ১০১ মাধ্যমিক স্কুলের শিক্ষার্থীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

সিএমজি’র মহাপরিচালক শেন বলেন, চলতি বছর চীন ও মার্কিন কূটনৈতিক সম্পর্ক স্থাপনের ৪৫তম বার্ষিকী। এ উপলক্ষ্যে ফেব্রুয়ারি মাসে চীনা প্রেসিডেন্ট সি চিন পিং এবং ফার্স্ট লেডি ফেং লি ইউয়ান লিঙ্কন উচ্চবিদ্যালয়ের ছাত্রছাত্রীদের বসন্ত উত্সবের শুভেচ্ছা কার্ড পাঠিয়েছেন এবং সবাইকে চীন সফরে আমন্ত্রণ জানিয়েছেন। এবার মার্কিন ছাত্রছাত্রীরা চীনকে দেখতে পেয়েছে, চীনের কথা শুনতে পেরেছে, চীনা খাবারের স্বাদ নিতে পেরেছে। এতে করে চীন সম্পর্কে সম্পূর্ণ ধারণা পেয়েছে।

কিশোর বয়স মানুষের জীবনের একটি সুন্দর সময়। আজ উপস্থিতি প্রত্যেক কিশোর কিশোরী চীন-মার্কিন বন্ধুত্বপূর্ণ সম্পর্কের ভিত্তি ও ভবিষ্যত। পারস্পরিক বিনিময় ও সাংস্কৃতিক বিনিময়ে দ্বিপাক্ষিক সম্পর্কের সুন্দর ভবিষ্যতের বাস্তবায়ন কামনা করেন শেন।

 

মার্কিন প্রতিনিধি মুরি চায়না মিডিয়া গ্রুপের সুন্দর আয়োজনের জন্য কৃতজ্ঞতা জানিয়ে বলেন যে, গত বছর যুক্তরাষ্ট্র সফরকালে ৫ বছরে মোট ৫০ হাজার মার্কিন শিক্ষার্থীকে চীন সফরে আমন্ত্রণ জানিয়েছিলেন চীনা প্রেসিডেন্ট সি চিন পিং। এবার প্রথম দলের মার্কিন প্রতিনিধি হিসেবে চীন সফর করতে আসা বেশ গর্বের বিষয়। টানা ১০ দিনের চীন সফরে ২৪জন মার্কিন শিক্ষার্থী ভালোভাবে চীনকে জানবে ও বুঝবে বলে আশা করেন তিনি।

(সুবর্ণা/তৌহিদ/মুক্তা)