২০২৪ সালে সবার আগে কর্মসংস্থান নীতি অনুসরন করবে চীন
2024-03-19 16:58:31

মার্চ ১৯, সিএমজি বাংলা ডেস্ক: চীনের কর্মসংস্থান পরিস্থিতি স্থিতিশীল রাখতে এবং জনগণের আয় বাড়াতে দেশটি ২০২৪ সালে ‘সবার আগে কর্মসংস্থান’ নীতি অনুসরণ করবে বলে জানিয়েছে চীনের শীর্ষ অর্থনৈতিক পরিকল্পনাকারী, জাতীয় উন্নয়ন ও সংস্কার কমিশন – এনডিআরসি।

এ বছর, চীন শহরাঞ্চলে ১ কোটি ২০ লাখেরও বেশি কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য নিয়েছে। এর আগের বছর ছিলো ১ কোটি ২০ লাখের কম। এনডিআরসি-র অধীন কর্মসংস্থান, আয়বণ্টন ও ভোগ বিভাগের উপ-পরিচালক কোও ছিমিন সম্প্রতি চায়না সেন্ট্রাল টেলিভিশন সিসিটিভিকে দেয়া এক সাক্ষাৎকারে বলেন, এটি কর্মসংস্থানের প্রসারে কমিউনিস্ট পার্টি ও সরকারের প্রচেষ্টা, দৃঢ় সংকল্প ও সুস্পষ্ট নীতির প্রতিফলন। 

কোও জানান, দেশটি গণপ্রশিক্ষণের ভিত্তি সম্প্রসারণ এবং তার গুণগত মান উন্নয়নের প্রচেষ্টা চালাবে, লাখ লাখ তরুণকে দক্ষতা-উন্নয়ন প্রশিক্ষণ দেবে এবং ব্যক্তিখাতের কর্মীদের পেশাগত দক্ষতা বাড়াবে। 

ঐশী/রহমান

তথ্য ও ছবি: সিসিটিভি