ইউক্রেনকে আরো ৫ বিলিয়ন ইউরো সামরিক সহায়তা দেবে ইইউ
2024-03-19 19:39:45

মার্চ ১৯: ইউক্রেনকে আরো ৫ বিলিয়ন ইউরো সামরিক সহায়তার ঘোষণা দিয়েছে ইউরোপীয় কাউন্সিল।

সোমবার এ বিবৃতিতে কাউন্সিল জানায়, বিদ্যমান ইউরোপীয় শান্তি তহবিলের কাঠামোর মধ্যে ইউক্রেন সহায়তায় একটি নিবেদিত তহবিল স্থাপনের সিদ্ধান্ত নিয়েছে ইইউ এবং এর আওতায় দেশটিকে ওই সামরিক সহায়তা প্রদান করা হবে।

বিবৃতিতে বলা হয়েছে, ইউক্রেন সাহায্য তহবিল ইইউকে প্রাণঘাতী এবং প্রাণঘাতী নয়, এমন সামরিক সরঞ্জাম এবং প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে ইউক্রেনের সশস্ত্র বাহিনীর পরিবর্তিত চাহিদা মেটাতে সক্ষম করবে। তহবিলটি ইউরোপীয় ইউনিয়নের সদস্য রাষ্ট্রগুলোর ইউক্রেনকে দেওয়া সামরিক সহায়তার পরিপূরক।

২০২১ সালের মার্চ মাসে, ইউরোপীয় কাউন্সিল ইউরোপীয় শান্তি তহবিল প্রতিষ্ঠার অনুমোদন দেয়। যার লক্ষ্য সংঘাত প্রতিরোধ, শান্তি প্রতিষ্ঠা এবং আন্তর্জাতিক নিরাপত্তা জোরদার করার ক্ষেত্রে ইইউ’র সক্ষমতা বৃদ্ধি করা। তহবিলটি ইইউ’র আর্থিক বাজেটের অন্তর্ভুক্ত নয়। একাধিক সংযোজনের পর, ২০২১ থেকে ২০২৭ সাল পর্যন্ত সময়ের জন্য তহবিলের মোট বাজেটের ক্যাপ? এখন ১৭ বিলিয়ন ইউরো ছাড়িয়ে গেছে।

ইইউ প্রকাশিত ডেটা অনুযায়ী রাশিয়া-ইউক্রেন সংঘাত ২০২২ সালের ফেব্রুয়ারিতে বৃদ্ধি পাওয়ার পর থেকে, ইইউ এবং এর সদস্য রাষ্ট্রগুলো ইউক্রেনকে বিভিন্ন সহায়তায় ১৩৮ বিলিয়ন ইউরোরও বেশি প্রদান বা প্রতিশ্রুত হয়েছে, যার মধ্যে ২৮ বিলিয়ন ইউরো সামরিক সহায়তা।

(স্বর্ণা/হাশিম/ছাই)