তিন প্রদেশে স্বাস্থ্যসেবার মূল্য সংস্কার করবে চীন
2024-03-19 16:54:57

মার্চ ১৯, সিএমজি বাংলা ডেস্ক: চীনে চিকিৎসা সেবা সংক্রান্ত যাবতীয় মূল্য সংস্কারের জন্য একটি পরীক্ষামূলক প্রকল্প হাতে নিয়েছে চীন। তিনটি প্রাদেশিক-স্তরে স্বাস্থ্য পরিষেবার মূল্য সংস্কারের জন্য নেওয়া হয়েছে এ পাইলট প্রকল্প। সোমবার চীনের জাতীয় স্বাস্থ্যসেবা নিরাপত্তা প্রশাসন- এনএইচএসএ এ তথ্য জানিয়েছে।

এনএইচএসএ জানিয়েছে, গত দুই বছরে থাংশান, সুচৌ, সিয়ামেন, কানচৌ ও লেশানের পাঁচটি পাইলট প্রকল্পে অগ্রগতি অর্জনের সূত্র ধরে এবার চেচিয়াং, সিচুয়ান ও ইনার মঙ্গোলিয়া স্বায়ত্তশাসিত অঞ্চলে সংস্কার চালানো হবে।

আগের পাঁচটি শহরে সংস্কারের পর উচ্চস্তরের যন্ত্রপাতি এবং উপাদান খরচসহ সামগ্রিক স্বাস্থ্যসেবা ব্যয় কমেছিল বলে জানিয়েছে স্বাস্থ্যসেবা প্রশাসন। সেইসঙ্গে সেখানে এখন কম দামে উচ্চ প্রযুক্তির চিকিৎসাও মিলছে। বেড়েছে গুণগত মান। এ তালিকায় ছিল রোগীর সেবা, অস্ত্রোপচার এবং ঐতিহ্যবাহী চীনা ওষুধ।

এনএইচএসএ জানিয়েছে, তারা ওই তিনটি প্রদেশকে সরাসরি নির্দেশনা দেবে এবং আগের পাঁচটি শহরের চলমান সংস্কারকাজ চালিয়ে নিয়ে যাবে, যাতে দেশব্যাপী এটি অনুকরণ এবং প্রচারযোগ্য হয়।

ফয়সল/শান্তা

তথ্য: সিনহুয়া ছবি: সিজিটিএন