‘মার্কিন রাষ্ট্রদূতের মন্তব্য সান ফ্রান্সিসকো বৈঠকের চেতনার বিরুদ্ধে যায়’
2024-03-18 19:55:50

মার্চ ১৮: চীনে মার্কিন রাষ্ট্রদূত বার্নসের সাম্প্রতিক চীন-সম্পর্কিত নেতিবাচক মন্তব্যের প্রতিক্রিয়ায়, চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিন চিয়ান আজ (সোমবার) এক নিয়মিত সংবাদ সম্মেলনে উল্লেখ করেছেন যে, তার মন্তব্য সান ফ্রান্সিসকো বৈঠকে উপনীত গুরুত্বপূর্ণ ঐকমত্য থেকে বিচ্যুত হয়েছে এবং তিনি চীন ও মার্কিন রাষ্ট্রপ্রধানদের ও সান ফ্রান্সিসকো বৈঠকের চেতনা লঙ্ঘন করেছেন। এটি দ্বিপাক্ষিক সম্পর্কের সুস্থ ও স্থিতিশীল উন্নয়নের জন্য সহায়ক নয় এবং চীন ও মার্কিন যুক্তরাষ্ট্রের সঠিক পথের সাথেও সঙ্গতিপূর্ণ নয়।

       লিন চিয়ান বলেন, ‘চীন সবসময় বিশ্বাস করে যে চীন-মার্কিন সম্পর্ক একটি ‘শূন্য-সমষ্টি’র খেলা নয়। আমরা চীন-মার্কিন সম্পর্ককে প্রতিযোগিতামূলক বলার বিরোধিতা করি, চীনকে আক্রমণ করার বিরোধিতা করি, মানবাধিকার ও মূল্যবোধের অজুহাতে চীনের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করার বিরোধিতা করি এবং প্রতিযোগিতার নামে চীনের বৈধ উন্নয়ন অধিকারকে সীমাবদ্ধ করার বিরোধিতা করি।’

মুখপাত্র বলেন, ‘চীন সবসময়ই প্রেসিডেন্ট সি চিন পিংয়ের প্রস্তাবিত পারস্পরিক শ্রদ্ধা, শান্তিপূর্ণ সহাবস্থান এবং জয়-জয় সহযোগিতার নীতি অনুসারে চীন-মার্কিন সম্পর্কের উন্নয়ন করে। আমরা আশা করি মার্কিন যুক্তরাষ্ট্র আমাদের সাথে সহমত পোষণ করে সামনে এগিয়ে আসবে। আমাদের অবশ্যই সান ফ্রান্সিসকোতে দুই রাষ্ট্রপ্রধানের বৈঠকে অর্জিত চীন-মার্কিন সম্পর্কের স্থিতিশীল, সুষ্ঠু এবং টেকসই উন্নয়নের গুরুত্বপূর্ণ ঐকমত্য ও দৃষ্টিভঙ্গি বাস্তবায়ন করতে হবে।’

(স্বর্ণা/হাশিম/ছাই)