ইসলাম-ভীতি নিরসনে জাতিসংঘকে সমর্থন করে চীন
2024-03-18 19:37:57


মার্চ ১৮: চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিন চিয়ান আজ (সোমবার) বেইজিংয়ে অনুষ্ঠিত এক নিয়মিত সংবাদ সম্মেলনে বলেছেন, চীন ‘ইসলাম-ভীতি দমনের ব্যবস্থা সংক্রান্ত খসড়া প্রস্তাব’ উত্থাপনকারী দেশের একটি। এই খসড়া প্রস্তাব গৃহীত হওয়ায় জাতিসংঘ সাধারণ পরিষদকে সাধুবাদ জানায় চীন।

১৫ মার্চ ‘ইসলাম-ভীতি নিরসন আন্তর্জাতিক দিবস’। এদিন জাতিসংঘ সাধারণ পরিষদে ‘ইসলাম-ভীতি দমনের প্রস্তাব’ সংক্রান্ত খসড়া প্রস্তাব গৃহীত হয়।

মুখপাত্র বলেন, ‘ চীন সবসময় মনে করে যে, সভ্যতার সংঘর্ষ এবং ধর্মীয় বিশ্বাসে’ আক্রমণ করলে বিশ্বে বিচ্ছিন্নতা ও সহিংসতা সৃষ্টি হবে। একে অন্যের সভ্যতার বিরুদ্ধে লড়াই করে কেউ বিজয়ী হবে না, এতে শান্তি বয়ে আনাও সম্ভব হবে না।’

মুখপাত্র বলেন, গত বছরের মার্চে চীনের প্রেসিডেন্ট সি চিন পিং বৈশ্বিক সভ্যতা প্রস্তাব উত্থাপন করেছেন। এতে যৌথভাবে বৈশ্বিক সভ্যতার বহুমুখীনতায় অবিচল থাকার কথা উল্লেখ করা হয়। ইসলামিক দেশগুলোসহ সংশ্লিষ্টদের সঙ্গে  বৈশ্বিক সভ্যতা প্রস্তাবের চেতনা কাজে লাগিয়ে বিনিময় ও সংলাপকে এগিয়ে নিতে, বৈশ্বিক সভ্যতার বৈচিত্র্য রক্ষা করতে এবং ‘ইসলাম-ভীতি’ নির্মূল করতে চীন ইচ্ছুক বলেও জানান তিনি। (ওয়াং হাইমান/হাশিম/ছাই)