রাফাহ্‌তে ইসরায়েলের হামলা, গাজায় মানবিক সংকট আরও বাড়াবে: জর্ডান ও জার্মানির সতর্কতা
2024-03-18 10:05:01


মার্চ ১৮: জর্ডান ও জার্মানি সতর্ক করে বলেছে যে, রাফাহ্‌তে ইসরায়েলের হামলা গাজার মানবিক সংকট আরও বাড়িয়ে দেবে। গতকাল (রোববার) জর্ডানের বার্তাসংস্থা একথা বলেছে।

জানা গেছে, জর্ডানের রাজা দ্বিতীয় আবদুল্লাহ এদিন আকাবায় সফররত জার্মান চ্যান্সেলর স্কোলজের সঙ্গে সাক্ষাতে গাজা পরিস্থিতি নিয়ে আলোচনা করেন। দ্বিতীয় আবদুল্লাহ গাজা অঞ্চলে স্থায়ী যুদ্ধবিরতির জন্য আন্তর্জাতিক সমাজকে দ্রুত অভিযানের পাশাপাশি সে অঞ্চলে টেকসই ও পর্যাপ্ত মানবিক সাহায্য দেওয়ার আহ্বান জানান।

আবদুল্লাহ দ্বিতীয় বলেন, জর্ডানের পশ্চিম তীর এবং গাজায় ফিলিস্তিনিদের জোরপূর্বক স্থানান্তরের যে কোনও চেষ্টার বিরোধিতা করেন তিনি। পশ্চিম তীর ও গাজা উপত্যকাকে আলাদা করার যে কোনও চেষ্টাও প্রত্যাখ্যান করেন তিনি। তিনি আশা করেন যে, আন্তর্জাতিক সমাজ উভয়ের মধ্যে শান্তি প্রতিষ্ঠার জন্য ইতিবাচক পদক্ষেপ নেবে। দেশগুলোকে “দু’রাষ্ট্র প্রতিষ্ঠার পরিকল্পনার” উপর ভিত্তি করে ন্যায্য ও ব্যাপক শান্তির জন্য একটি রাজনৈতিক সমাধান খুঁজে বের করতে হবে।

(রুবি/তৌহিদ/মুক্তা)