দক্ষিণ সিরিয়ায় বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী: সিরিয়া
2024-03-18 15:42:56

মার্চ ১৮: সিরিয়ার বাহিনী গতকাল (রবিবার) এক বিবৃতিতে জানায়, সেদিন সিরিয়ার দক্ষিণাঞ্চলে বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়। ফলে এক সেনা আহত হয়েছে এবং কিছু ক্ষয়ক্ষতি হয়েছে।

বিবৃতিতে বলা হয়, স্থানীয় সময় রোববার মধ্যরাত ১২টা ৪৩ মিনিটে, দক্ষিণ সিরিয়ার বেশ কয়েকটি এলাকায় ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইসরায়েল। সিরিয়ার বিমান প্রতিরক্ষা ব্যবস্থা কিছু ক্ষেপণাস্ত্র প্রতিরোধ করে।

লন্ডনে অবস্থিত ‘সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস’ এর প্রধান কার্যালয় জানায়, ইসরায়েলি সেনাবাহিনীর হামলার লক্ষ্যবস্তু ছিল লেবাননের সীমান্ত থেকে ২০ কিলোমিটারেরও কম দূরে সিরিয়ার একটি অস্ত্রের ডিপো। ইসরায়েলি বাহিনী জানায়, ডিপোতে লেবানিজ হিজবুল্লাহর অস্ত্র থাকতে পারে।

২০১১ সালের সিরিয়ার গৃহযুদ্ধ শুরু হলে, ইসরায়েলি সেনাবাহিনী ‘ইরানের সামরিক স্থাপনায় হামলার’ অজুহাতে সিরিয়ার লক্ষ্যবস্তুতে বারবার বিমান হামলা চালায়। সিরিয়া ও ইরান উভয় সরকারই বলেছে যে, সিরিয়ায় ইরানের সেনা মোতায়েন নেই।

(অনুপমা/তৌহিদ)