রাষ্ট্রীয় সফরে নিউজিল্যান্ডে চীনা পররাষ্ট্রমন্ত্রী
2024-03-18 15:35:08

মার্চ ১৮, সিএমজি বাংলা ডেস্ক: পাঁচদিনের রাষ্ট্রীয় সফরে রোববার নিউজিল্যান্ডের রাজধানী ওয়েলিংটনে পৌঁছেছেন চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই।


নিউজিল্যান্ডের উপ-প্রধানমন্ত্রী এবং পররাষ্ট্রমন্ত্রী উইনস্টন পিটার্সের আমন্ত্রণে চীনা কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির পলিটিকাল ব্যুরোর সদস্য ওয়াং ই দেশটিতে সফর করছেন। একই সঙ্গে তিনি অস্ট্রেলিয়া সফর করবেন।


১৭ মার্চ থেকে ২১ মার্চ পর্যন্ত এ সফরে পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী ক্রিস্টোফার লক্সন, পররাষ্ট্রমন্ত্রী উইনস্টন পিটার্সের সঙ্গে সাক্ষাৎ করবেন। এ সময় তারা আঞ্চলিক ও আন্তর্জাতিক বিষয়াবলী, সেই সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্কের বিষয়গুলো নিয়ে আলোচনা করবেন।


চীন নিউজিল্যান্ডের বৃহত্তম বাণিজ্যিক অংশীদার এবং দুই দেশের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক বিদ্যমান। এই সফরে দুই দেশের মধ্যে আরও ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি হবে। ফলে দুই দেশের মধ্যে বাণিজ্য,  বিনিয়োগ, শিক্ষা ও পর্যটন ক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধি পাবে বলে আশাবাদী উভয় দেশ।


এছাড়া অস্ট্রেলিয়া সফরে দেশটির পররাষ্ট্রমন্ত্রী পেনি ওংয়ের সঙ্গে ‘সপ্তম চীন-অস্ট্রেলিয়া পররাষ্ট্র ও কৌশলগত সংলাপ’ নিয়ে আলোচনা করার কথা রয়েছে চীনা পররাষ্ট্রমন্ত্রীর।


শুভ/শান্তা

তথ্য ও ছবি: সিসিটিভি