ওরা ফিরে গেল বন্য প্রকৃতিতে
2024-03-18 15:31:24

মার্চ ১৮, সিএমজি বাংলা ডেস্ক: চীনের স্বায়ত্তশাসিত অঞ্চল ইনার মঙ্গোরিয়ার থংলিয়াও সিটিতে দুটি আহত বন্য পাখিকে চিকিৎসার পর সম্প্রতি প্রকৃতিতে মুক্ত করা হয়েছে। পরিযায়ী পাখিদের উত্তরে ফিরে আসার সবচেয়ে ব্যস্ত সময় ফেব্রুয়ারি মাসের প্রথম দিকে স্থানীয় পশুপালকরা থংলিয়াও এর জারুদ ব্যানার এলাকায় দুটি পাখিকে আহত অবস্থায় উদ্ধার করে। এরপর পাখিগুলোকে স্থানীয় বনপ্রাণী চিকিৎসাকেন্দ্রে উপযুক্ত চিকিৎসা দেয়া হয়। পাখিগুলোর একটি শকুন যার বাম ডানায় আঘাত লেগেছিল। অন্যটি ইউরেশিয়ান ঈগল-পেঁচা। সেটির ডান ডানায় আঘাত ছিল। পাখি দুটির ক্ষত সম্পূর্ণভাবে নিরাময়ের পর এবং তাদের বন্য প্রকৃতিতে বেঁচে থাকার ক্ষমতা পুনরুদ্ধারের পর পুলিশ অফিসাররা হাইরিহান অরণ্য-ফার্মে পৌঁছায় এবং তাদের অবমুক্ত করে।

চীনে শকুন জাতীয়ভাবে প্রথম শ্রেণির সুরক্ষার অধীনে রয়েছে। ইউরেশিয়ান ঈগল-পেঁচা দ্বিতীয় শ্রেণীর সুরক্ষা উপভোগ করছে।

বেশ কয়েক দশক ধরে পরিবেশ ও জীববৈচিত্র্য সংরক্ষণে চীনের ব্যাপক প্রচেষ্টার ফলে বন্যপ্রাণীর সংখ্যা বেড়েছে তাদের পরিবেশ ও বাস্তুতন্ত্রেরও উন্নতি হয়েছে। সাম্প্রতিক বছরগুলোতে, থংলিয়াও শহরের পরিবেশ ও বাস্তুতন্ত্রের উন্নতি অব্যাহত থাকায়, এই অঞ্চলে বসবাসকারী এবং স্থানান্তরিত বন্য প্রাণীর সংখ্যা ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে।

শান্তা/মিম