বর্ণাঢ্য রীতি রেওয়াজে শুরু হলো বসন্তের কৃষিকাজ
2024-03-18 15:32:29

মার্চ ১৮, সিএমজি বাংলা ডেস্ক: চীনের স্বায়ত্তশাসিত অঞ্চল সিচাং(তিব্বত) এর লাসার লুনচুব কাউন্টিতে বর্ণাঢ্য রীতি রেওয়াজের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে বসন্তকালীন কৃষিকাজের সূচনা হয়। 

শনিবার কৃষকরা ‘ছেমা’ পালনের জন্য বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করেন। ছেমা হলো একটি কাঠের বাক্স যা রঙিন শস্য এবং বার্লির ময়দা দিয়ে ভরা।  তিব্বতি সংস্কৃতিতে ছেমা সৌভাগ্য ও সমৃদ্ধির প্রতীক। 

এদিন শস্য মাটিতে ছিটানো, বার্লি-পানীয় দিয়ে একে অন্যকে শুভকামনা জানানো এবং অন্যান্য রীতি রেওয়াজ পালন করা হয়। এই অনুষ্ঠান বেশ গুরুত্বপূর্ণ। কারণ এদিন নতুন বছরের চাষের মৌসুমের সূচনা হয়। অনুকূল আবহাওয়া ও প্রচুর ফলনের জন্য প্রার্থনা করা হয়। 

তিব্বতি কৃষকরা তাদের জাতিগোষ্ঠীর ঐতিহ্যবাহী পোশাকে কৃষিকাজে অংশ নিয়ে বসন্তকালীন কৃষিকাজের সূচনা ঘোষণা করেন। 

শান্তা/মিম