অর্থনৈতিক পুনরুদ্ধারে সক্রিয় রাজস্বনীতির প্রয়োজন: চীনা অর্থমন্ত্রী
2024-03-18 15:39:30

মার্চ ১৮, সিএমজি বাংলা ডেস্ক: দেশের অর্থনৈতিক পুনরুদ্ধারকে একত্রীকরণ ও বাড়ানোর জন্য একটি সক্রিয় রাজস্বনীতির গুরুত্ব তুলে ধরেছেন চীনের অর্থমন্ত্রী লান ফো’আন। সম্প্রতি প্রকাশিত এক নিবন্ধে তিনি এই ধারণা তুলে ধরেন। 

ল্যান কেন্দ্রীয় অর্থনৈতিক কর্ম সম্মেলনের চেতনা এবং সরকারী কাজের রিপোর্টের নির্দিষ্ট ব্যবস্থা বাস্তবায়নের জন্য মন্ত্রণালয়ের প্রতিশ্রুতির একটি রূপরেখা দিয়েছেন।

সেন্ট্রাল ইকোনমিক ওয়ার্ক কনফারেন্সের নির্দেশের সঙ্গে সুর মিলিয়ে  ল্যান একটি সক্রিয় রাজস্ব নীতির বাস্তবায়নের প্রয়োজনীয়তার উপর জোর দেন। তিনি রাজস্ব ব্যয় বাড়ানোর উপর জোর দেন। 

ল্যান কর্মসংস্থানের সুযোগ বাড়ানোর জন্য রাজস্ব ও কর নীতি এবং কর্মসংস্থান নীতির মধ্যে ঘনিষ্ঠ সমন্বয়ের বিষয়েও উল্লেখ করেছেন। কর্মসংস্থান উন্নয়ন নীতি বাস্তবায়নে স্থানীয় সরকারকে সহায়তা করার জন্য কেন্দ্রীয় সরকার ৬৬.৭  বিলিয়ন ইউয়ান কর্মসংস্থান ভর্তুকি বরাদ্দ করবে।

ল্যান জানান,  স্থিতিশীল আর্থিক ক্রিয়াকলাপকে উন্নীত করতে এবং টেকসই উন্নয়ন অর্জনের জন্য প্রচেষ্টা করা হবে।

শান্তা/মিম