রাশিয়া-চীন সম্পর্কের গভীর উন্নয়ন অব্যাহত থাকবে
2024-03-18 16:19:05

মার্চ ১৮: রাশিয়া-চীন সম্পর্কের গভীর উন্নয়ন অব্যাহত থাকবে, নতুন সাফল্য অর্জন করে, দু’দেশের জনকল্যাণ সৃষ্টি করা হবে। আজ (সোমবার) রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এ কথা বলেছেন।

সোমবার ভোরে তিনি নির্বাচন সদর দপ্তরে ভাষণ দেন এবং সমর্থকদের ধন্যবাদ জানান। সিনহুয়াকে দেওয়া এক সাক্ষাত্কারে তিনি বলেন, বহু বছর উন্নয়নের মাধ্যমে রুশ-চীন সম্পর্ক খুবই স্থিতিশীল ও শক্তিশালী রয়েছে।

তিনি বলেন, ইউরোশীয় অঞ্চলের উন্নয়নের দিকে রুশ-চীন সম্পর্ক একটি গুরুত্বপূর্ণ স্থিতিশীল উপাদান। চীনের উত্থাপিত ‘বেল্ট অ্যান্ড রোড’ উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ।

তিনি চীনের উন্নয়নের ইতিবাচক মূল্যায়ন করে বলেন, চীন স্বতন্ত্রভাবে দ্রুত উন্নয়ন বাস্তবায়ন করার পাশাপাশি উদ্ভাবনীয় অর্থনীতি রূপান্তর করছে। আন্তর্জাতিক মঞ্চে চীন আরো ইতিবাচক হয়ে উঠছে এবং বিরাট সাফল্য অর্জন করছে। বিশ্বের বিভিন্ন জায়গায় চীনের অনেক বন্ধু আছে।

তিনি জোর দিয়ে বলেন, তাইওয়ান চীনের অবিচ্ছেদ্য অংশ। তাইওয়ান ইস্যু দিয়ে চীনের উন্নয়ন বাধাগ্রস্ত করার অপচেষ্টা, নিঃসন্দেহে ব্যর্থ হবে।

(প্রেমা/তৌহিদ/শ্যুয়ে)